নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাস নিয়ে নিত্য দিনই পরিসংখ্যান ও তথ্য প্রকাশ করা হচ্ছে দেশের বিভিন্ন মহল থেকে। বুধবার সকালেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের পরিসংখ্যান প্রকাশ করলো যা বেশ ইতিবাচক। বুধবার প্রকাশ করা এই রেকর্ডে দেখা যাচ্ছে ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৪,১৮৩ জন।
শুধু তাই নয় বুধবার প্রকাশ করা এই তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় এই রেকর্ড সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ এক দিনের মধ্যেই ভারতবর্ষে ১৪৫৭ জন মানুষ করোনা মুক্ত হয়ে উঠেছেন।
বর্তমানে সুস্থতার হার বিচার করলে দেখা যাচ্ছে ভারতে মোট সংক্রামিতদের ২৮.৭ শতাংশ সুস্থ হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত এই হার ছিল ২৭.৪ শতাংশ কিন্তু মঙ্গলবার থেকে বুধবার একদিন করোনা মুক্তির সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়ে যায়।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রক যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ভারতে করোনা সংক্রামিত সংখ্যা যে হারে বাড়ছে তার থেকে বেশী রয়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় ৬.৩% হারে দেশজুড়ে মানুষ সংক্রামিত হয়েছেন করোনা ভাইরাসে, অন্যদিকে করোনা মুক্তির হার ১১.৪%। এই পরিসংখ্যান আশা দেখাচ্ছে চিকিৎসকদের।
সুস্থতার হারের নিরিখে প্রথমেই আছে কেরল। এই রাজ্যে ৫০২ জন রোগীর মধ্যে ৪৬২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এই দেশে সুস্থতার হার ৯২ শতাংশ, যা দেশের মধ্যে সর্বাধিক। সুস্থতার হার রাজস্থানে ৪৮.২ শতাংশ। উল্লেখ্য ৩১৫৮ জন রোগীর মধ্যে সেখানে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন
#IndiaFightsCorona : Tracking #COVID19India across the states, with figures as of this morning - 8 am on 6th May#coronaupdatesindia pic.twitter.com/SV2sGJZSju
— PIB India #StayHome #StaySafe (@PIB_India) May 6, 2020
তামিলনাড়ুতে আগে সুস্থতার হার ৫০ শতাংশের কাছাকাছি থাকলেও বর্তমানে সংক্রামিতদের সংখ্যা বেড়ে যাওয়ায় সুস্থতার হার এখন ৩৬ শতাংশ। দিল্লিতে সুস্থতার হার ২৮.৭ শতাংশ। উল্লেখ্য রাজধানীতে ইতিমধ্যে ১৪৬৮ জন করোনামুক্ত হয়েছেন।
গুজরাটে সুস্থতার হার ২২.২ শতাংশ। এখনও পর্যন্ত সেখানে ১৩৮১ জন করোনা মুক্ত হয়েছেন। বাংলায় সুস্থতার হার ১৯.৬ শতাংশ।
সংক্রামিতদের সংখ্যার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে আছে মহারাষ্ট্র। সেখানে সুস্থতার হার পূর্বের থেকে কিছুটা বেড়ে বর্তমানে ১৮.১ শতাংশ হয়েছে। উল্লেখ্য বর্তমানে মহারাষ্ট্র ২৮১৯ জন করোনা মুক্ত।