করােনা: জরুরি ফোন নম্বর দিল সরকার, প্রয়োজনে হাতের কাছে রাখুন

নিজস্ব প্রতিবেদন : করােনা ভাইরাসের জের চলছে বিশ্বজুড়ে চলছে। মহামারির আকার নিয়েছে এই ভাইরাস। পৃথিবীর অধিকাংশ দেশেই করােনার থাবা পড়েছে। থাবা পড়েছে ভারতেও। বেশ কয়েকটি রাজ্যে স্কুল, কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে। আর রবিবার সমস্ত রাজ্যের জন্য একটি করে জরুরি ফোন নম্বর দিলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পশ্চিমবঙ্গের জন্য যে নম্বরটি দেওয়া হয়েছে সেটি হল ৩৩২৩৪১২৬০০। বাকি রাজ্যগুলির জন্যও রয়েছে আলাদা আলাদা নম্বর।

  • অন্ধ্রপ্রদেশ – ০৮৬৬২৪১০৯৭৮
  • অরুণাচল প্রদেশ – ৯৪৩৬০৫৫৭৪৩
  • আসাম – ৬৯১৩৩৪৭৭৭০
  • বিহার – ১০৪
  • ছত্রিশগড় – ০৭৭১২২৩৫০৯১
  • গোয়া -১০৪
  • গুজরাট – ১০৪
  • হরিয়ানা – ৮৫৫৮৮৯৩৯১১
  • হিমাচল প্রদেশ -১০৪
  • ঝাড়খন্ড – ১০৪
  • কর্ণাটক -১০৪
  • কেরালা – ০৪৭১২৫৫২০৫৬
  • মধ্যপ্রদেশ – ০৭৫৫২৫২৭১৭৭
  • মহারাষ্ট্র – ০২০২৬১২৭৩৯৪
  • মনিপুর – ৩৮৫২৪১১৬৬৮
  • মেঘালয় – ১০৮
  • মিজোরাম – ১০২
  • নাগাল্যান্ড – ৭০০৫৫৩৯৬৫৩
  • উড়িষ্যা – ৯৪৩৯৯৯৪৮৫৯
  • পাঞ্জাব – ১০৪
  • রাজস্থান – ০১৪১২২২৫৬২৪
  • সিকিম – ১০৪
  • তামিলনাড়ু – ০৪৪২৯৫১০৫০০
  • তেলেঙ্গানা – ১০৪
  • ত্রিপুরা – ০৩৮১২৩১৫৮৭৯
  • উত্তরাখণ্ড – ১০৪
  • উত্তর প্রদেশ – ১৮০০১৮০৫১৪৫
  • আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ – ০৩১৯২২৩২১০২
  • চন্ডিগড় – ৯৭৭৯৫৫৮২৮২
  • দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ – ১০৪
  • দিল্লি – ০১১২২৩০৭১৪৫
  • জম্মু – ০১৯১২৫২০৯৮২
  • কাশ্মীর – ০১৯৪২৪৪০২৮৩
  • লাদাখ – ০১৯৮২২৫৬৪৬২
  • লাক্ষাদ্বীপ – ১০৪
  • পন্ডিচেরি – ১০৪
  • কেন্দ্র সরকার – ০১১২৩৯৭৮০৪৬।

নাগরিকদের জন্য এই সকল নম্বরগুলি এই কারণেই প্রদান করা হয়েছে, যাতে করে তারা অযথা কোনো রকম ভীতসন্ত্রস্ত না হয়ে COVID-19 সম্পর্কিত যে কোন সাহায্য পান। কোন কিছু নিয়ে কারোর কোন রকম সন্দেহ থাকলে এই নম্বরগুলিতে যোগাযোগ করে সাহায্য পেতে পারেন। পাশাপাশি সরকারের তরফ থেকে কোনরকম গুজবে কান দিতে বারণ করা হয়েছে। সদা সতর্ক থেকে এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। আর এখনও পর্যন্ত যেহেতু এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য কোন রকম ওষুধ অথবা প্রতিষেধক বের হয়নি তাই সচেতনতায় একমাত্র ওষুধ।