সারা ভারতের কোথায় কোথায় রয়েছে করোনা হটস্পট, রইলো পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদন : সমগ্ৰ দেশজুড়ে কোথায় কোথায় করোনা সংক্রামিত সংখ্যা মাত্রায় বেড়েছে আর কোথাও দেখা যায়নি সেগুলিকে লাল, অরেঞ্জ ও সবুজ জোনে চিহ্নিত করেছে ভারত সরকার। এই মুহূর্তে ২৫টি রাজ্যের মধ্যে ১৭০টি জেলাকে লাল জোনে চিহ্নিত করা হয়েছে এবং ২০৭টি জেলা এখনও করোনা মুক্ত যা সবুজ জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রত্যেক রাজ্যকে ঘোষণা করতে বলা হয়েছে যে জেলাগুলিতে করোনা ভাইরাস সংক্রামিত রোগীর সংখ্যা বেশি ও ক্রমাগত বেড়ে চলেছে সেগুলিকে হটস্পট বা লাল জোন ঘোষণা করতে হবে। যেগুলিতে সংখ্যা কম সেগুলিকে হটস্পট নয় এমন এলাকা হিসাবে। আর যেখানে এখনো পর্যন্ত করোনা ভাইরাস সংক্রামিত রোগী নেই, সেগুলিকে সবুজ জোন হিসাবে চিহ্নিত করতে।

দেশের সকল মহানগরগুলিকে ইতিমধ্যেই কোভিড-১৯ হটস্পট এলাকা বা লাল জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে রয়েছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরুর, হায়দ্রাবাদ ও কলকাতা। সবথেকে বেশি খারাপ আকার নেওয়ায় রাজধানী দিল্লির ৯টি জেলাকে হটস্পট এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। সমগ্ৰ মুম্বাই ও চন্ডিগড় হটস্পট এলাকার মধ্যে অন্তর্ভুক্ত। বাদ যাচ্ছে না দক্ষিণ ভারতও। তামিলনাড়ুর ২১টি জেলাতে হু হু করে বাড়ছে করোনা সংক্রামিত রোগীর সংখ্যা।

চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে নতুন দিল্লি, দক্ষিণ দিল্লি, মুম্বাই শহর, থানে, পুনে, ইন্দোর, আমেদাবাদ, জয়পুর, হায়দ্রাবাদ ও চেন্নাই শহরকে। এছাড়াও দশটি জেলার ৪৫ শতাংশ মানুষের পজিটিভ কেসে সংক্রামিত। সংক্রামিতদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নতুন রোগীর সংখ্যা। ভারত সরকার দ্বারা করোনা ভাইরাস সংক্রামিত হটস্পট এলাকার সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে রাজ্য সরকার লাল ও সবুজ জোনে চিহ্নিত করে সেখানে ভারত সরকার দ্বারা করোনা ভাইরাস সংক্রামিত হটস্পট এলাকার সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে করে রাজ্য সরকার লাল ও সবুজ জোনে চিহ্নিত করে সেখানে দ্রুত মোকাবিলায় নামতে পারে।

সবচেয়ে খারাপ অবস্থায় আছে রাজ্যের যেসকল এলাকাগুলি সেগুলি হলো

  • মহারাষ্ট্র : মুম্বই, পুনে, আওরঙ্গবাদ, সাঙ্গলি, নাগপুর, নাসিক, থানা, মুম্বই শহরতলী, বুলধানা, আহমেদনগর, যবোতাল।
  • দিল্লি : দক্ষিণ, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, পশ্চিম, উত্তর, মধ্য, পূর্ব, শাহদারা এবং নয়াদিল্লি।
  • উত্তরপ্রদেশ : নয়ডা, মীরাট, গৌতম বুধনগর, আগ্রা, লখনৌ, ফিরোজবাদ, শামলি, মুরাদাবাদ, সাহারানপুর, গাজিয়াবাদ।
  • কেরল : কসরগোদ, কান্নুর, মল্লাপুরম, এরনাকুলাম, পাঠানমথিত্ত, তিরুবনন্তপুরম।
  • তামিলনাড়ু : চেন্নাই, কইম্বাতোর, ডিন্ডিগুল, এরোড, ভেলোর, টুটিকোরিন, মাদুরাই, তিরুচিরাপল্লী, সালেম, কুদ্দোলোর, তিরুনেলভেলি, তিরুপুর, থেনি, তিরুভরুর, বিলুপুরম, নামাক্কাল, নাগপট্টিনাম, চেঙ্গালপট্টু, করুড়, বিরুহুমনগর।
  • তেলেঙ্গানা : হায়দরাবাদ, ওয়ারঙ্গল নগর, নিজামবাদ, রাঙ্গা রেড্ডি, জোগুলম্বা গাদওয়াল, করিমনগর, মেধাল মালকগিরি, নির্মল।
  • রাজস্থান : ভিলওয়ারা, জয়পুর, যোধপুর, জয়সালমির, টঙ্ক, কোটা, বিকেনার, ভারতপুর, বাঁশওয়ারা, ঝুনঝুনু।
  • গুজরাট : আহমেদাবাদ, সুরাত, ভোদোদরা, রাজকোট, ভাওয়ানগর।
  • মধ্য প্রদেশ : ভোপাল, ইন্দোর, উজ্জয়নী, খারগোন, হশঙ্গাবাদ।
  • কর্ণাটক : বেঙ্গালুরু আরবান, মহীশূর, বেলাগাভি।
  • অন্ধ্র প্রদেশ : কর্নুল, নেল্লোর, গুন্টুর, প্রকাশ, বিশাখাপত্তনম, কৃষ্ণ, ওয়াইএসআর, পশ্চিম গোদাবরী, পূর্ব গোদাবরী, চিত্তুর, অনন্তপুর।
  • পশ্চিমবঙ্গ : কলকাতা, হাওড়া, মেদিনীপুর পূর্ব, ২৪ পরগনা উত্তর।

  • বিহার : শিবান।
  • চন্ডিগড় : সম্পূর্ণ শহর।
  • ছত্তিশগড় : কোবরা।
  • হরিয়ানা : গুরুগ্রাম, পালওয়াল, ফরিদাবাদ, নুহ।
  • জম্মু ও কাশ্মীর : জম্মু, উধমপুর, শ্রীনগর, বন্দিপোড়া, বড়মুল্লা, কুপওয়ারা।
  • ওড়িশা : খরদা।
  • পাঞ্জাব : জলন্ধর, পাঠানকোট, এসএএস নগর, শহীদ ভগত সিং নগর।
  • উত্তরাখন্ডে : দেরাদুন।

এগুলির মধ্যেও আবার বেশকিছু জায়গাকে আলাদা আলাদা করে ভাগ করে হটস্পট চিহ্নিত করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে।