সংকটের মাঝেই স্বস্তির খবর, ১৫ দিনে দেশে করোনা হটস্পট কমলো ২৪%

নিজস্ব প্রতিবেদন : ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তেই জারি হয় লকডাউন। আর এই লকডাউন চলাকালীনই সংক্রমণের বিচারে দেশের বিভিন্ন স্থানকে রেড, গ্রিন ও অরেঞ্জ জোনে ভাগ করা হয়। যাতে করে সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর এই রেড ও গ্রিন জোনের বিচারে রেড জোনে স্থান পায় দেশের ১৭০ টি জেলা। অন্যদিকে গ্রীন জোনে থাকে ৩২৫ টি জেলা। বর্তমানে গত দুই সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী সংকটের মাঝে স্বস্তির খবর মিলেছে দেশের বাসিন্দাদের জন্য।

ভারতে এযাবত যে ১৭০ টি জায়গাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছিল সেগুলি হল মহারাষ্ট্র : মুম্বই, পুনে, আওরঙ্গবাদ, সাঙ্গলি, নাগপুর, নাসিক, থানা, মুম্বই শহরতলী, বুলধানা, আহমেদনগর, যবোতাল। দিল্লি : দক্ষিণ, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, পশ্চিম, উত্তর, মধ্য, পূর্ব, শাহদারা এবং নয়াদিল্লি। উত্তরপ্রদেশ : নয়ডা, মীরাট, গৌতম বুধনগর, আগ্রা, লখনৌ, ফিরোজবাদ, শামলি, মুরাদাবাদ, সাহারানপুর, গাজিয়াবাদ। কেরল : কসরগোদ, কান্নুর, মল্লাপুরম, এরনাকুলাম, পাঠানমথিত্ত, তিরুবনন্তপুরম। তামিলনাড়ু : চেন্নাই, কইম্বাতোর, ডিন্ডিগুল, এরোড, ভেলোর, টুটিকোরিন, মাদুরাই, তিরুচিরাপল্লী, সালেম, কুদ্দোলোর, তিরুনেলভেলি, তিরুপুর, থেনি, তিরুভরুর, বিলুপুরম, নামাক্কাল, নাগপট্টিনাম, চেঙ্গালপট্টু, করুড়, বিরুহুমনগর। তেলেঙ্গানা : হায়দরাবাদ, ওয়ারঙ্গল নগর, নিজামবাদ, রাঙ্গা রেড্ডি, জোগুলম্বা গাদওয়াল, করিমনগর, মেধাল মালকগিরি, নির্মল। রাজস্থান : ভিলওয়ারা, জয়পুর, যোধপুর, জয়সালমির, টঙ্ক, কোটা, বিকেনার, ভারতপুর, বাঁশওয়ারা, ঝুনঝুনু। গুজরাট : আহমেদাবাদ, সুরাত, ভোদোদরা, রাজকোট, ভাওয়ানগর। মধ্য প্রদেশ : ভোপাল, ইন্দোর, উজ্জয়নী, খারগোন, হশঙ্গাবাদ। কর্ণাটক : বেঙ্গালুরু আরবান, মহীশূর, বেলাগাভি। অন্ধ্র প্রদেশ : কর্নুল, নেল্লোর, গুন্টুর, প্রকাশ, বিশাখাপত্তনম, কৃষ্ণ, ওয়াইএসআর, পশ্চিম গোদাবরী, পূর্ব গোদাবরী, চিত্তুর, অনন্তপুর। পশ্চিমবঙ্গ : কলকাতা, হাওড়া, মেদিনীপুর পূর্ব, ২৪ পরগনা উত্তর। বিহার : শিবান। চন্ডিগড় : সম্পূর্ণ শহর। ছত্তিশগড় : কোবরা। হরিয়ানা : গুরুগ্রাম, পালওয়াল, ফরিদাবাদ, নুহ। জম্মু ও কাশ্মীর : জম্মু, উধমপুর, শ্রীনগর, বন্দিপোড়া, বড়মুল্লা, কুপওয়ারা। ওড়িশা : খরদা। পাঞ্জাব : জলন্ধর, পাঠানকোট, এসএএস নগর, শহীদ ভগত সিং নগর। উত্তরাখন্ডে : দেরাদুন।

তবে স্বস্তির খবর এটাই যে এই সকল ১৭০ টি জেলাকে করোনা হটস্পট হিসেবে প্রথম দফায় চিহ্নিত করা হলেও বর্তমানে দেশে গত ১৫ দিনে করোনা হটস্পটের সংখ্যা কমেছে ২৪% এর বেশি। বর্তমানে করোনা হটস্পটের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯। পাশাপাশি আরও একটি খারাপ খবর, যেটি হল আগে যেখানে ৩২৫ টি জেলা গ্রীন জোনযুক্ত ছিল তা এখন কমে হয়েছে ৩০৯ টিতে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এই পরিসংখ্যান পেশ করা হয়। যদিও কোন কোন জেলা কোন জোন ভুক্ত হলো তা এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত ভারতে করোনা সংক্রামিতদের সংখ্যা ৩৩০৫০ জন, মৃতের সংখ্যা ১০৭৪ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন এখনো পর্যন্ত ৮৩২৫ জন। সুস্থ হয়ে ওঠার হার ২৫% এর বেশি।