করোনা মোকাবিলায় দেশবাসীদের জন্য কেন্দ্রের একগুচ্ছ প্যাকেজ, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা যে ত্রাসের সৃষ্টি করেছে তাতে আমাদের পুরো দেশ আগামী ২১ দিন লকডাউন। ‘Stay Home’, এটাই এখন নিজেকে নিরাপদ রাখার একমাত্র রাস্তা।

Advertisements

Advertisements

প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই বারংবার অনুরোধ করছেন কেউ যেন ঘরের বাইরে না বেরোন। তবু কিছু মানুষ অবিবেচকের মতো কাজ করছেন। তারা আড্ডা দিতে বেরোচ্ছেন। তারা চা খেতে যাচ্ছেন। জুয়ো, চায়ের ঠেক, মদের ঠেক‌, মাংসের দোকান সবখানেই ভিড়। দেখে মনে হচ্ছে যেন কোনো উৎসব! এইরকম ভাবে চললে ভারত একদিন ইতালি হয়ে যাবে!!! হ্যাঁ যাবেই তখন রাস্তায় লাশ পচবে!!! এমনটা যদি না চান তাহলে আমাদের আবেদন, অনুরোধ ‘ঘরে থাকুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান’।

Advertisements

এই মুহূর্তে আমাদের ভারতেই করোনাতে আক্রান্তের সংখ্যা হলো ৬৪৯। এখন সাধারণ মানুষ গৃহবন্দি। কিন্তু সবথেকে অসহায় অবস্থা হলো খেটে খাওয়া মানুষদের। এদের কাছে সেরকম কোনো মোটা অর্থ নেই জমানো। কী করবেন এরা আগামী ২১ দিন? এই সকল মানুষের কথা চিন্তা করেই ১ লক্ষ ৭০ হাজার টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ এই প্রকল্পের আওতায় ৮০ কোটি মানুষ প্রতিমাসে বিনামূল্যে ৫ কেজি চাল বা গম পেতেন এতদিন। এখন এই সঙ্কটের মুহূর্তে আগামী তিন মাস অতিরিক্ত ৫ কেজি চাল অথবা গম দেওয়া হবে তাঁদের। এছাড়া তারা অতিরিক্ত ১ কেজি ডালও পাবেন।

কারা আসবেন এই প্রকল্পের আওতায়?

এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে, যে সকল সংস্থাতে কর্মরত কর্মী ১০০ জনের কম আর যে সকল সংস্থাতে ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫ হাজারেরও কম, তাদের হয়ে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে ২৪ শতাংশ টাকা কেন্দ্র সরকার দেবে। নিয়োগকর্তা ও কর্মী, দুই পক্ষের টাকাই কেন্দ্র সরকার দেবে।

এই মুহূর্তে ইপিএফ আইনে রদবদল ঘটিয়েছে সরকার। জরুরি পরিস্থিতিতে যদি কেউ চান তাহলে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের ৭৫ শতাংশ বা তিন মাসের বেতন (যদিও অঙ্কটা কম) আগাম তুলে নিতে পারবেন।

এছাড়াও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এ বিষয়ে আরও জানান

১) যে মহিলাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তাদের আগামী তিন মাসের জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে। এতে ২০ কোটি মহিলা উপকৃত হবেন।

২) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিপিএল পরিবারগুলিকে বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার দেবে কেন্দ্র আগামী তিন মাস।

৩) ষাটোর্ধ্ব ব্যক্তি, বিধবা ও প্রতিবন্ধী মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হবে প্রতিমাসে। এই টাকা দুই দফার কিস্তিতে দেওয়া হবে।

৪) ১০০ দিনের কাজে শ্রমিকদের পারিশ্রমিক বাড়ানো হবে। এই টাকা বাড়িয়ে ২০২ টাকা করা হবে।

৫) করোনা আক্রান্তদের সেবায় যে সকল ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা যুক্ত তাদের আগামী তিন মাস মাথাপিছু ৫০ লক্ষ টাকার বিমা দেওয়া হবে।

৬) প্রতিটি দরিদ্র পরিবার পিছু বিনামূল্যে ১ কেজি করে ডাল দেওয়া হবে। দেশের ৮০ কোটি দরিদ্র মানুষ এই আওতায় আসবেন।

৭) এ ছাড়াও দরিদ্র মানুষদের জন্য রয়েছে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ।

৮) প্রধানমন্ত্রী কৃষি যোজনা প্রকল্পের আওতায় কৃষকরা বছরে ছয় হাজার টাকা করে পেতেন। এই পরিস্থিতির কারণেই কথা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে জমা পড়বে। 

৯) প্রধানমন্ত্রীর অন্ন যোজনার ফলে গরীব পরিবারগুলিকে আগামী তিন মাস বিনামূল্যে মাথাপিছু অতিরিক্ত ৫ কেজি চাল বা গম দেওয়া হবে।

Advertisements