সংকটের মাঝেই স্বস্তি, ভারতে লাখে করোনায় আক্রান্ত লাখে মাত্র ৭.১ জন

নিজস্ব প্রতিবেদন : দেশের তৃতীয় দফার লকডাউন শেষ হয়ে চতুর্থ দফার লকডাউন শুরু হলেও করোনা সংক্রমণের হার এখনো কমেনি। তবে প্রতি লাখের হিসাবে দেখলে ভারতীয়দের কাছে সংকটের মাঝেই স্বস্তি। সংক্রমণের হার প্রতি লাখে অনেক কম, শুধু অনেক কম নয় কেন্দ্র সরকার দাবি করেছে বিশ্বের সবথেকে কম।

ভারতে প্রতি লাখে করোনা সংক্রমণের হার ৭.১ জন। আর গোটা বিশ্বের নিরিখে এই সংখ্যাটা প্রতি লাখে ৬০ জন। পাশাপাশি ১৯শে মে’র রিপোর্ট অনুযায়ী দেশে সুস্থ হয়ে ওঠার হার ৩৮.৭৩%। গত ২৪ ঘন্টায় ভারতের সুস্থ হয়ে উঠেছেন ২৩৫০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী ১৮ই মে পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত ৪৫২৫৪৯৭ জন। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্ত ১৪০৯৪৫২ জন। মার্কিন যুক্তরাষ্ট্র লাখে সংখ্যাটা ৪৩১ জন আর সবথেকে বেশি স্পেনে। যেখানে লাখে সংখ্যাটা ৪৯৪ জন।

১৭ ই মে পর্যন্ত বিশ্বের প্রতিটি দেশে মোট আক্রান্ত এবং লাখে আক্রান্তের সংখ্যা

আমেরিকায় মোট আক্রান্ত ১৪ লক্ষ ৯ হাজার ৪৫২ জন। তাদের দেশে প্রতি লাখে আক্রান্ত ৪৩১ জন।

রাশিয়াতে মোট আক্রান্ত ২ লক্ষ ৮১ হাজার ৭৫২ জন। সেখানে প্রতি লাখে ১৯৫ জন আক্রান্ত।

UK তে মোট আক্রান্ত ২ লক্ষ ৪০ হাজার ১৬৫ জন। সেখানে প্রতি লাখে আক্রান্ত ৩৬১ জন।

স্পেনে এখনো পর্যন্ত মোট আক্রান্ত ২ লক্ষ ৩০ হাজার ৬৯৮ জন। সেখানে প্রতি লাখে আক্রান্ত ৪৯৪ জন।প্রতি লাখে পরিসংখ্যানে এই সংখ্যাটা বিশ্বের সব দেশের তুলনায় বেশি।

ইতালিতে মোট আক্রান্ত ২ লক্ষ ২৪ হাজার ৭৬০ জন। প্রতি লাখে সেখানে আক্রান্ত ৩৭২ জন।

ব্রাজিলের মোট আক্রান্ত ২ লক্ষ ১৮ হাজার ২২৩ জন। সেখানে প্রতি লাখে ১০৪ জন করে আক্রান্ত।

জার্মানিতে মোট আক্রান্ত ১ লাখ ৭৪ হাজার ৩৫৫ জন। জার্মানিতে প্রতি লাখে ২১০ জন করে আক্রান্ত হয়েছেন।

তুর্কিতে ১ লক্ষ ৪৮ হাজার ৬৭ জন আক্রান্ত। যেখানে প্রতি লাখে আক্রান্ত হয়েছেন ১৮০ জন করে।

ফ্রান্সে মোট আক্রান্ত ১ লক্ষ ৪০ হাজার ৮ জন। সেখানে প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ২০৯ জন।

ইরানে মোট ১ লাখ ১৮ হাজার ৩৯২ জন আক্রান্ত। প্রতি লাখে এখানে ১৪৫ জন করে আক্রান্ত হয়েছেন।

১৮ ই মে পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৯৬ হাজার ১৬৯ জন। সেই পরিসংখ্যানের হিসেবে ভারতে প্রতি লাখে ৭.১ জন করে আক্রান্ত হয়েছেন। যদিও ১৯ তারিখ ভারতের মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ১ লক্ষ ১ হাজার ১৩৯ জনে।