কার্যত লকডাউন রাজ্যে, কখন কি খোলা থাকবে রইলো তালিকা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগামীকাল অর্থাৎ রবিবার থেকে ১৫ দিনের জন্য অর্থাৎ ৩০ শে মে পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন জারি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। জরুরী পরিষেবার সাথে যুক্ত ছাড়া বাকি সবই বন্ধ রাখার ঘোষণা করলো রাজ্য সরকার। বন্ধ থাকবে জরুরি পরিষেবার সাথে যুক্ত অফিস কাছারি, দোকানপাট এবং যানবাহন ছাড়া সমস্ত কিছু। পাশাপাশি রাত্রি ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াত বন্ধ। এখন প্রশ্ন হলো কি কি খোলা থাকবে, কখন?

Advertisements

Advertisements

বন্ধের তালিকা

Advertisements

রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস, স্কুল কলেজ বন্ধ থাকবে। পূর্ব ঘোষণা অনুযায়ী শপিংমল, রেস্টুরেন্ট, বার, সুইমিংপুল, জিম, সিনেমা হল, থিয়েটার বন্ধ থাকবে।

হোম ডেলিভারি পরিষেবা চালু থাকবে আগের মতই।

সমস্ত রকম গণপরিবহন বন্ধ থাকবে আগামী ১৫ দিন। অর্থাৎ বাস, ট্রাম, ট্রেন, প্রাইভেট কার, অটো সহ অন্যান্য যানবাহন আপাতত বন্ধ।

যেসকল পরিষেবা চালু থাকবে

স্বাস্থ্য, বিদ্যুৎ, পানীয় জল, সংবাদমাধ্যম, সাফাই কর্ম, পেট্রোল পাম্প, গাড়ির যন্ত্রাংশের জরুরী পরিষেবার দোকান খোলা থাকবে।

বাজার ঘাট, মুদিখানার দোকান, দুধ সাপ্লাই দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত। বাকি অন্যান্য সমস্ত দোকান বন্ধ থাকবে।

ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত।

মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

অন্যান্য বিধি-নিষেধ

[aaroporuntag]
সৎকারের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জনেরও বেশি জমায়েত করা যাবে না। বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না।

Advertisements