করোনার প্রকোপ শেষ হতে পারে ২১ মে’র মাঝেই, দাবি বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদন : ভারতে ২১ মে’র মাঝেই করোনা ভাইরাসের প্রবল সংক্রমণ কমে যেতে পারে বলে মনে করছেন একদল বিশেষজ্ঞ। করোনা ভাইরাসের প্রাবল্য এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দেখা যাচ্ছে মেট্রোপলিটন সিটি ও তার সংলগ্ন এলাকাগুলিতে। মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে সংক্রমণের সংখ্যা ৮০০০ ছাড়িয়েছে এবং প্রতিটি রাজ্যেই বাড়ছে এই পরিসংখ্যান। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার। যদিও ভারতবর্ষে করোনা সংক্রমণের প্রকোপ ইউরোপ ও আমেরিকার তুলনায় অনেকটাই কম। সম্ভবত দেশজুড়ে লকডাইন, দ্রুত চিকিৎসার ব্যবস্থা ও প্রাকৃতিক বৈচিত্রের কারণে এমন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি) সংস্থার মতে, SIR মডেল অনুযায়ী করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ার প্রমাণ মিলেছে। SIR (SUSCE PTIBLE – INFECTED -RECOVERED) এপিডেমিক মডেলে দেখাচ্ছে, করোনা ভাইরাসের জীবনচক্রের গতি মে মাসের মধ্যে ৯৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, ভারত সহ বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমিত দেশগুলিতে।

লকডাউনের মাধ্যমে করোনা সংক্রমণ রোখার যে প্রচেষ্টা চালানো হচ্ছে তাতে এই তথ্য, আশার আলো দেখাচ্ছে ভারতীয় বিশেষজ্ঞদের।
এসইউটিডি আশা প্রকাশ করছে বিশ্বজুড়েই করোনা সংক্রমণের প্রকোপ কমবে এবং ডিসেম্বরের মধ্যে করোনা মহামারীর তীব্রতা ধীরে ধীরে কমতে থাকবে।

সবচেয়ে বেশি মহামারী সংক্রামিত দেশগুলিতে মে ও এপ্রিলের মধ্যে করোনার প্রকোপ কমার সম্ভাবনার তথ্য তুলে ধরেছে এই বিশ্ববিদ্যালয়। সেই তথ্যে দেখা যাচ্ছে, মে মাসের ১১ তারিখের মধ্যে আমেরিকাতে কমবে ৯৭ শতাংশ করোনা ভাইরাসের সংক্রমণ। ব্রিটেনে, ইটালি, ফ্রান্স, স্পেন ও ইরানে মে মাসের প্রথম সপ্তাহেই ৯৭ শতাংশ কমে যেতে পারে করোনার প্রকোপ।

যদিও করোনা ভাইরাসের পুরো গতিপ্রকৃতি সম্বন্ধে এখনও গবেষণা চলছে। সেইসব পরিসংখ্যান করোনা ভাইরাস প্রতিরোধে নতুন নতুন পথ খুলে দেবেই বলেই মনে করছে সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের এই গবেষকের দল।