নিজস্ব প্রতিবেদন : এবার মনে হচ্ছে আর ধরে রাখা যাবেনা। যেভাবে দিনের পর দিন রাজ্যে বেড়েই চলেছে করোনা সংক্রমণ তা নিয়ে রাজ্যের বাসিন্দাদের আশঙ্কা এমনটাই। এতদিন চোখ রাঙাচ্ছিল কলকাতা ও শহরতলি এলাকা। আর এবার পাল্লা দিয়ে চোখ রাঙাচ্ছে জেলাগুলিও।
শুক্রবার রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে করোনা সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয় তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৭৭ জন। যাদের মধ্যে অন্যান্য দিনের মতোই সবথেকে বেশি সংক্রমণ কলকাতায় ৭১, এতোটুকু চোখরাঙানি কমেনি তার। অন্যদিকে পিছিয়ে নেই রাজ্যের অন্যান্য জেলাগুলিও। পরিযায়ী শ্রমিকরা ফিরতেই এক ঝটকায় সংক্রমণ বেড়েছে রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে। বীরভূমে গতকাল সরকারি হিসাব অনুযায়ী বেড়েছিল ২৭, আর আজ বাড়লো ২১। জেলায় সংক্রমণের সংখ্যা ৮০ টপকে হলো ৮১।
আর অন্যান্য জেলা, গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে চারজনের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। যেখানে এই জেলায় গতকাল পর্যন্ত ছিল ০। ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে বেড়েছে ২, উত্তর দিনাজপুরে বেড়েছে ২৩, মুর্শিদাবাদে ২, নদীয়াতে ১৮, বাঁকুড়াতে ২, পূর্ব মেদিনীপুরে ৬, পূর্ব বর্ধমানের ১৯, পশ্চিম বর্ধমানে ৫, হাওড়াতে ২৯, হুগলিতে ২, উত্তর ২৪ পরগনায় ৫৪, দক্ষিণ ২৪ পরগনায় ১৩।
আর এরপরে রাজ্যের বিভিন্ন জেলায় মোট সংক্রমনের সংখ্যা দাঁড়ালো আলিপুরদুয়ার ৪, দার্জিলিং ১৫, কালিম্পং ৭, জলপাইগুড়ি ১০, উত্তরদিনাজপুর ১১৬, দক্ষিণ দিনাজপুর ৬, মালদা ১২৫, মুর্শিদাবাদ ৭৮, নদিয়া ৬৯, বীরভূম ৮১, পুরুলিয়া ১, বাঁকুড়া ২১, ঝাড়গ্রাম ৬, পশ্চিম মেদিনীপুর ৩০, পূর্ব মেদিনীপুর ৮৩, পূর্ব বর্ধমান ৭৬, পশ্চিম বর্ধমান ৪৭, হাওড়া ৯৪০, হুগলি ২৪৬, উত্তর ২৪ পরগনা ৬৪৫, দক্ষিণ ২৪ পরগনা ১৮০, কলকাতার ১৯৭৩।
গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থও হয়ে উঠেছেন অনেকজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন। দার্জিলিংয়ের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন, মুর্শিদাবাদে ৪ জন, নদীয়াতে ৪ জন, বীরভূমে ৫ জন, পূর্ব বর্ধমানে ১ জন, হাওড়াতে ২১ জন, হুগলিতে ৩ জন, উত্তর ২৪ পরগনায় ১৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১০ জন। আর কলকাতায় ৪২ জন। রাজ্যে মোট সুস্থ ১১৭৫।
গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে নদীয়াতে প্রথম কোন করোনা আক্রান্তের মৃত্যু হল। হুগলিতে মৃত্যু হয়েছে দুজনের, উত্তর ২৪ পরগনায় একজনের, দক্ষিণ ২৪ পরগনায় একজনের ও কলকাতায় দুজনের। রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০২ (৭২+২৩০)।
আর এইভাবে রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে চলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শুক্রবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রের উপর ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আপনারা কি করোনা এক্সপ্রেস চালাচ্ছেন? কেন সুরক্ষাবিধি মানছেন না? গাদাগাদি করে লোক আনছেন আর সংক্রমণ ছড়ালে কে দায় নেবে?”