লাল্টু : বুধবার বিকেল পাঁচটা নাগাদ করোনা আক্রান্ত প্রসূতি তার সদ্যজাতকে নিয়ে বাসে চড়ে বাড়ি ফিরলেন। স্বাস্থ্য দপ্তরের চূড়ান্ত অবহেলা এবং করোনা আক্রান্ত প্রসূতিকে ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে ওই প্রসূতির বাড়ি বীরভূমের কাঁকড়তলা থানার বাবুইজোড় পঞ্চায়েতের কদমডাঙ্গা গ্রামে। ৫ দিন আগে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ওই প্রসূতি প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন। সিজার করে কন্যা সন্তান প্রসব করেন তিনি।
এরপর বুধবার হাসপাতাল থেকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তাকে। দেওয়া হয়নি কোন মাতৃযান। অভিযোগ, করোনা আক্রান্তকে এভাবে খোলামেলা অবস্থায় ছেড়ে দিল কেন হাসপাতাল কর্তৃপক্ষ? কেনইবা তাকে চিকিৎসার জন্য কোভিড হাসপাতালে পাঠানো হলো না?
ওই প্রসূতি তার নিকট আত্মীয়ের সঙ্গে খোলামেলাভাবে প্রথমে সিউড়ি-লোকপুর প্রতিদিন বাসে চড়ে বসেন। পরে খয়রাশোলে পৌঁছে লিপিকা বাস সার্ভিস বাসে চড়ে কদমডাঙ্গা বাসস্ট্যান্ডে নামেন।
গত ২২শে মার্চ থেকে লকডাউন ছাড়াও নানা রকম বজ্র আঁটুনি সবটাই ফস্কা গেরো হলো।দুটি বাসের সমস্ত যাত্রীরা করোনা আক্রান্ত রোগীর ছোঁয়ায় এলেন। সিউড়ি থেকে বাস ছাড়ার পর যাত্রীরা কে কোন বাসস্ট্যান্ডে নেমেছেন তার খোঁজ চালাচ্ছে পুলিশ। কার গাফিলতির জন্য এত বড় ভুল? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।