সংকটের মাঝে স্বস্তি, করোনায় সুস্থ হয়ে ওঠার হার অনেকটাই বাড়লো দেশে

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে দিনের পর দিন বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণের হার। বিশ্বের পাশাপাশি ভারতেও বাড়ছে সংক্রমণ। তবে এমন সংকটের মাঝে ভারতীয়দের কাছে স্বস্তির খবর এটাই যে সংক্রমণের হার বাড়ার পাশাপাশি অনেকটাই বেড়েছে সুস্থ হয়ে ওঠার হারও। শুক্রবার ভারত সরকারের তরফ থেকে যে রিপোর্ট পাওয়া গিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী ভারতের সুস্থ হয়ে ওঠার হার প্রায় ৩০ শতাংশের কাছাকাছি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে শুক্রবার দেশে করোনাভাইরাসের হালহকিকত নিয়ে যে রিপোর্ট পেশ করা হয় তা থেকে জানা যায়, এখনো পর্যন্ত ৫৬৩৪০ জন করোনায় সংক্রামিত। এদের মধ্যে মৃত ১৮৮৬ জন। আর এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬৬৫০ জন। অর্থাৎ সুস্থ হয়ে ওঠার হার প্রায় ৩০% শতাংশ (২৯.৩৬%)। আর এই সুস্থ হয়ে ওঠার হার আশা যোগাচ্ছে কোটি কোটি দেশবাসীর।

সেইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রীকে তরফ থেকে জানানো হয়, বর্তমানে দেশে ৩৭৯১৬ জন অ্যাক্টিভ করোনা রোগী রয়েছেন। যাদের মধ্যে ৯১ শতাংশ মানুষের সেরকম কোনো স্বাস্থ্য জটিলতা নেই। গত ২৪ ঘন্টায় সংক্রামিত ব্যক্তির সংখ্যা ৩৩৯০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘন্টায় ১২৭৩ জন। হিসাবের বিচারের প্রতি তিনজন রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন একজন। যা বর্তমান পরিস্থিতিতে খুবই ইতিবাচক। দিন কয়েক আগেই ভারতে সুস্থ হয়ে ওঠার হার ছিল ২০ শতাংশের কাছাকাছি, আর আজ যা পৌঁছে গেছে প্রায় ৩০ শতাংশের কাছাকাছি। এই পরিসংখ্যান নিয়ে সকলেই আশাবাদী।

অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রকের কথা অনুযায়ী, বর্তমানে দেশে যে ৩৭৯১৬ জন করোনা রোগী অ্যাক্টিভ রয়েছেন তাদের প্রায়ই ৯১%-এর সেরকম কোনো জটিলতা নেই। কেবলমাত্র বাকি ৯ শতাংশ রোগীর ক্ষেত্রে অল্পবিস্তর জটিলতা লক্ষ্য করা গেছে। ৯ শতাংশ রোগীর মধ্যে ৩.২ শতাংশ রোগীকে অক্সিজেন পরিষেবা, ৪.৭ শতাংশ রোগীকে আইসিইউ পরিষেবা ও ১.১ শতাংশ রোগীকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে।