উৎসবের মাঝেই করোনা বিদায়ের ইঙ্গিত, হু হু করে কমছে দৈনিক সংক্রমণ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উৎসবের মাঝেই এইভাবে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা এতটা নিচে নেমে যাবে তা হয়তো কেউ ভেবে উঠতে পারেননি। আর এই দৈনিক সংক্রমণ হু হু করে নামতে থাকায় করোনার বিদায় নিয়ে আশার আলো দেখছেন দেশের বাসিন্দারা। দেশে যেখানে কিছুদিন আগে পর্যন্ত দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছুঁইছুঁই সেখানে এখন তা নেমে দাঁড়ালো মাত্র ৩৬ হাজার।

Advertisements

Advertisements

গত ২৪ ঘন্টায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৪৬৯ জন। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৯ লক্ষ ৪৬ হাজার ৪২৯ জন। আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি এক ধাক্কায় কমেছে প্রাণহানির সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করণা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৮৮ জন। যদিও দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ লক্ষ ১৯ হাজার ৫০২ জন।

Advertisements

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৩,৮৪২ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ৭২ লক্ষ ১ হাজার ৭০ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ২৫ হাজার ৮৫৭ জন।

তবে বর্তমানে দেশের করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা দেখা দিয়েছে। কারণ এরাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪১২১ জন এবং প্রাণ হারিয়েছেন ৫৯ জন। তবে পশ্চিমবঙ্গেও সুস্থ হয়ে ওঠার সংখ্যা নেহাত কম নয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮৮৯ জন।

Advertisements