বীরভূমে একদিনে করোনা আক্রান্ত ৪২৬, মৃত ৫

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটমুখী বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। তবে রাজ্যের অন্যান্য জেলার তুলনায় যে হারে বীরভূমের মত প্রত্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা জেলার বাসিন্দাদের থেকে প্রশাসনের কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে। ইতিমধ্যেই সর্তকতা অবলম্বনের জন্য রাস্তায় রাস্তায় মাইকিং করার কাজ শুরু করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে তা সত্ত্বেও চোখের সামনে ধরা পড়ছে সাধারণ মানুষের গা-ছাড়া মনোভাব। আর গা-ছাড়া মনোভাব তো আছেই রাজনৈতিক নেতাকর্মীদের।

Advertisements

বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বৃহস্পতিবার করোনা সংক্রান্ত যে তথ্য পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে জেলায় গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ৪২৬ জন। বিপুল সংখ্যক আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৫ জন। এই ৪২৬ জন আক্রান্তের মধ্যে রামপুরহাট স্বাস্থ্য জেলায় আক্রান্ত হয়েছেন ১৫৮ জন এবং বীরভূম স্বাস্থ্য জেলায় আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। মৃতদের মধ্যে রামপুরহাট স্বাস্থ্য জেলায় প্রাণ হারিয়েছেন ৪ জন এবং বীরভূম জেলায় প্রাণ হারিয়েছেন ১ জন।

Advertisements

Advertisements

[aaroporuntag]
জেলায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ১৩৫৩৩। জেলায় মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৯১৯১। গতকাল পর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা ছিল ১০৩। বৃহস্পতিবার সেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮। বর্তমানে বীরভূমে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা হল ৪১৯৪।

Advertisements