একদিনে বীরভূমে করোনা আক্রান্ত ৬৫৮, মৃত ১২

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন যত এগিয়ে যাচ্ছে বীরভূমের করোনা পরিস্থিতি ততোই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। অন্ততপক্ষে বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে দেওয়া করোনা সংক্রান্ত রিপোর্ট থেকে এমনটাই টের পাওয়া যায়। এই পরিস্থিতিতে সকলকে সমস্ত রকম কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

Advertisements

বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় বীরভূমে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৮ জন। আক্রান্তের পাশাপাশি ১২ জন করোনায় প্রাণ হারিয়েছেন এই ২৪ ঘন্টায়। যা অবশ্যম্ভাবী ভাবে কপালে ভাঁজ ফেলছে জেলার বাসিন্দাদের।

Advertisements

রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় বীরভূম স্বাস্থ্য জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬০ জন। অন্যদিকে রামপুরহাট স্বাস্থ্য জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। গত ২৪ ঘন্টায় বীরভূমে মৃতদের মধ্যে ৬ জন রয়েছেন বীরভূম জেলা থেকে এবং বাকি ৬ জন রয়েছেন রামপুরহাট স্বাস্থ্য জেলা থেকে। বীরভূম স্বাস্থ্য জেলায় বর্তমানে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩ এবং রামপুরহাট স্বাস্থ্য জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯২। জেলায় মোট মৃতের সংখ্যা ১৫৫।

Advertisements

[aaroporuntag]
বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি গত ২৪ ঘন্টায় বীরভূমের সুস্থ হয়ে উঠেছেন ৩৩১ জন। জেলায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ১৯৩৬৫ এবং সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১২০৪৫। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা ৭১২১। আর এই সংকটজনক অবস্থায় সকলের কাছে বিনীত অনুরোধ প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হওয়ার দরকার নেই।

Advertisements