নিজস্ব প্রতিবেদন : প্রথম জল্পনা এখনই রাজ্য সরকার সম্পূর্ণ করোনা বিধি নিষেধ শিথিল করার পথে হাঁটবে না। সেই জল্পনায় সত্যি হলো। রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ ৩০ জুলাই পর্যন্ত বাড়ালো রাজ্য সরকার। তবে এবারও অন্যান্যবারের মতো একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে।
নতুন নির্দেশিকা কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে আর কোন কোন ক্ষেত্রে বিধিনিষেধ জারি থাকছে
১) স্কুল-কলেজ, অঙ্গনওয়াড়ি সেন্টার সহ সমস্ত রকম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
২) বাস-অটো সহ সমস্ত রকম গণপরিবহন ৫০% যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।
৩) স্টাফ স্পেশাল ট্রেন ছাড়ার বন্ধ থাকবে সমস্ত রকম লোকাল ট্রেন।
৪) শনি-রবিবার বাদে সপ্তাহে ৫ দিন ৫০% যাত্রী নিয়ে মেট্রো চলাচল করতে পারবে।
৫) সিনেমা হল, স্পা এবং সুইমিংপুল বন্ধ থাকবে।
৬) রাজনৈতিক, সামাজিক, শিক্ষামূলক অথবা বিনোদনমূলক সমস্ত রকম জমায়েত বন্ধ।
৭) বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না।
৮) সৎকারের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জন উপস্থিত থাকতে পারবেন।
৯) সমস্ত রকম জরুরী পরিষেবা আগের মতোই খোলা থাকবে।
১০) সকাল ৬ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। যাদের ভ্যাক্সিনেশন সম্পূর্ণ তারাই পার্কে প্রবেশ করতে পারবেন।
১১) সমস্ত দোকান এবং বাজার নিজেদের সময়মতো খোলা রাখতে পারবে।
১২) রেস্টুরেন্ট, বার, হোটেল, শপিং মল খোলা থাকবে তবে রাত আটটার বেশি নয়।
১৩) জিম খোলার সময় সকাল ৬টা থেকে সকাল দশটায় এবং বিকাল ৪ টে থেকে রাত্রি আটটা পর্যন্ত।
১৪) সেলুন, বিউটি পার্লার খোলা যাবে নিজেদের সময় মত।
১৫) ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত।