নিজস্ব প্রতিবেদন : আগাম একাধিক সর্তকতা অবলম্বন সত্ত্বেও বিপদ বাড়ছে বৈ কমছে না। ব্রিটেনের পর এবার দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেন ঢুকে পড়লো রাজ্যে। জানা গিয়েছে এই দক্ষিণ আফ্রিকার করোনার স্ট্রেনে ইতিমধ্যেই ১ জন আক্রান্ত হয়েছেন। যিনি বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ১০ দিন আগে বিদেশ থেকে কয়েকজন যাত্রী রাজ্যে এসেছেন। নিয়মমাফিক তাদের করোনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে শুক্রবার গভীর রাতে ৪ জনের শরীরে ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেন ধরা পড়ে। এর আগে ডিসেম্বর মাসে ব্রিটেনের করোনা স্ট্রেন ধরা পড়েছিল পশ্চিমবঙ্গে। তবে দক্ষিণ আফ্রিকার স্ট্রেন এই প্রথম। ইতিমধ্যেই তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সনাক্ত করার কাজ করা হচ্ছে।
আর এই পরিস্থিতির পরেই কলকাতা বিমানবন্দরে তড়িঘড়ি জারি করা হলো না করোনা বিধি। নতুন বিধি অনুসারে প্রতিটি যাত্রীর করোনা রিপোর্ট যাচাই করা হবে। উপসর্গ যুক্ত কোন যাত্রী পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে আইসোলেশনে পাঠানো হবে এবং আরটিপিসিয়ার টেস্ট করা হবে। কোন যাত্রীর সাথে করোনা রিপোর্ট না থাকলে তাকে আইসোলেশনে রেখে পরীক্ষা করা হবে। এরপর রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাকে গন্তব্যের জন্য ছাড়া হবে। এমনকি যে সকল যাত্রীরা কলকাতা হয়ে অন্যত্র যাবেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ করা হচ্ছে।
[aaroporuntag]
এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তর এর তরফ থেকে গত ১০ দিন আগে আসা ওই বিমানের সমস্ত যাত্রীদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। এর পাশাপাশি এখন থেকে বিদেশ থেকে আসা প্রতিটি বিমানের যাত্রীদের পূর্ণাঙ্গ তালিকা পাঠাতে হবে স্বাস্থ্য দপ্তরে। পূর্ণাঙ্গ তালিকার পাশাপাশি প্রতিটি যাত্রীর করোনা রিপোর্ট খতিয়ে দেখা হবে।