উদ্বেগ বাড়াচ্ছে ৩ জেলা, আপনার জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদন : টানা লকডাউনের পর ধীরে ধীরে খুলছে দেশের বিভিন্ন অংশ। তবে কনটেইনমেন্ট জোন এলাকায় আগামী ৩০ শে জুন পর্যন্ত চলবে লকডাউন, এসকল এলাকায় বিধি নিষেধ আরও কড়াকড়ি ভাবে পালন করা হবে। তবে এর পরেও করোনা পরিস্থিতি কোনমতেই আয়ত্তে আসার লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা।

বুধবার রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয় তাতে দেখা গেছে গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৪৩ জন নতুন করে সংক্রামিত হয়েছেন। যার পরে রাজ্যের মোট সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৩২৮। গত ২৪ ঘন্টায় ১৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, রাজ্যে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩৭৭৯। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ১৭, রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩২।

আর রাজ্যের এই করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে তিন জেলা। এই তিন জেলা হল কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা। এই তিন জেলাতেই মোট সংক্রমণের সংখ্যা ৫৯১০। অর্থাৎ অর্ধেকের বেশি। যাদের মধ্যে কলকাতায় ৩১২৮, হাওড়ায় ১৫২৪ এবং উত্তর ২৪ পরগনায় ১২৫৮। এই তিন জেলা বাদে ৩৪১৮ করোনা সংক্রমিত হয়েছে অন্যান্য জেলা থেকে।তবে রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরা ও মৃতের সংখ্যা বাদ দিয়ে বর্তমানে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা হল ৫১১৭।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের অন্যান্য জেলার মোট সংক্রমণ আলিপুরদুয়ার ৩৮, কোচবিহার ২১৭, দার্জিলিং ১২৮, কালিম্পং ২৩, জলপাইগুড়ি ১০১, উত্তর-দিনাজপুর ২০৯, দক্ষিণ দিনাজপুর ৪৪, মালদা ২৩৫, মুর্শিদাবাদ ১৪৯, নদিয়া ১৪৯, বীরভূম ২৩৫, পুরুলিয়া ৮৩, বাঁকুড়া ১৫৩, ঝাড়গ্রাম ১১, পশ্চিম মেদিনীপুর ২০৯, পূর্ব মেদিনীপুর ১৭১, পূর্ব বর্ধমান ১২৭, পশ্চিম বর্ধমান ৯০, হুগলি ৬৪৯, দক্ষিণ ২৪ পরগনা ৩৩১।