করোনাতঙ্ক বাড়ছে বীরভূমেও, একদিনেই আক্রান্ত ১৯, আপনার এলাকায় কত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের ফের একবার করোনার ঢেউ আছড়ে পড়েছে। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এবার করোনাতঙ্ক বাড়লো বীরভূমেও। গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছেন ১৯ জন, আর এইভাবে হঠাৎ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া চিন্তা বাড়াচ্ছে জেলা প্রশাসনের।

Advertisements

Advertisements

প্রশাসনিকভাবে দেওয়া শেষ তথ্য অনুযায়ী বীরভূমে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০,১২৩। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ৪ জন। জেলায় মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ৯,৯৮৪ জন। এখনো পর্যন্ত বীরভূমে করোনায় প্রাণ হারিয়েছেন ৮৯ জন। বর্তমানে জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫০।

Advertisements

শেষ রিপোর্ট অনুযায়ী সিউড়িতে ২ জন, সাঁইথিয়ায় ৩ জন, বোলপুরে ২ জন, মুরারই ১ নং ব্লকে ২ জন, মুরারই ২ নং ব্লকে ৭ জন, নলহাটি ১ নম্বর ব্লকের ২ জন আক্রান্ত হয়েছেন। একজন আক্রান্ত হয়েছেন অন্যান্য বিভাগের।

শেষ রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৮৩। রাজ্যে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,৮০,২০৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৮ জন। রাজ্যে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৫,৬৬,৫২৫। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ২ জন। রাজ্যে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১০,৩০৩। বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩,৩৮০।

[aaroporuntag]
দেশে যখন নতুন করে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে এবং প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে মত অবস্থায় বিশেষজ্ঞরা সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি নিজেদের সুরক্ষিত রাখতে বাড়ির বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

Advertisements