এক লাফে অনেকটাই বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়ছে কেন্দ্রের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়েছে তা আর বুঝতে বাকি নেই কারোর। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সমানতালে বেড়ে চলেছে প্রাণহানির সংখ্যা। আর এমত অবস্থা স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়াচ্ছে কেন্দ্র সরকারের।

Advertisements

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে বুধবার যে তথ্য পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৯০৩ জন। একইভাবে অন্যান্য দিনের তুলনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮। অন্যদিকে এই আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১৭ হাজার ৭৪১ জন। আক্রান্তের সংখ্যা তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেক কম হওয়ায় কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা হল ২ লক্ষ ৩৪ হাজার ৪০৬ জন।

Advertisements

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় যে সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন তার সিংহভাগই হল মহারাষ্ট্র থেকে। কেবলমাত্র মহারাষ্ট্রতেই আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮৬৪ জন, যা রীতিমতো চোখ কপালে তোলার মতো। পাশাপাশি মোট প্রাণহানির সংখ্যা যেখানে ১৮৮, সেই জায়গায় মহারাষ্ট্রেই প্রাণহানির সংখ্যা হল ৮৭। তবে শুধু মহারাষ্ট্র নয়, এর পাশাপাশি গুজরাট, কেরল, তামিলনাড়ুর মত রাজ্যের করোনা পরিস্থিতিও উদ্বেগজনক।

[aaroporuntag]
দেশজুড়ে টিকাকরণের মাঝেই করোনার এই দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় স্বাভাবিকভাবেই দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৭৩৪। দেশে এখনো পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১ কোটি ১০ লক্ষ ৪৫ হাজার ২৮৪।

Advertisements