নিজস্ব প্রতিবেদন : দেশের অন্যান্য রাজ্যের মতোই এবার ঝড়ের গতিতে পশ্চিমবঙ্গে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গে যেখানে সপ্তাহ খানেক আগেই আক্রান্তের সংখ্যা নেমে দাঁড়িয়েছিল ২০০-র নিচে, সেই জায়গায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮০০-র বেশি মানুষ। নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাড়ছে প্রাণহানির সংখ্যাও।
স্বাস্থ্য ভবনের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮২৭ জন। যার পরেই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লক্ষ ৮৪ হাজার ৬৬৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৫৭ জন। যার পরে রাজ্যে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৬৯ হাজার ৩৬৬। গত ২৪ ঘন্টায় প্রাণহানি হয়েছে দুজনের। মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ১০,৩২৪ জন। অন্যদিকে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে রাজ্যে ফের সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছে গেল ৫ হাজারের কাছাকাছি, সংখ্যাটা ৪,৯৭৬।
আক্রান্তের সংখ্যা নিরিখে সবার আগে রয়েছে কলকাতা। যেখানে গত ২৪ ঘণ্টায় ২৯২ জন আক্রান্ত হয়েছেন। এরপর উত্তর ২৪ পরগনা ১৯৩। অন্যান্য জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার ২, কোচবিহার ৪, দার্জিলিং ২৪, কালিম্পং ৬, জলপাইগুড়ি ১, উত্তর দিনাজপুর ৬, দক্ষিণ দিনাজপুর ৫, মালদা ১৬, মুর্শিদাবাদ ১২, নদিয়া ৯, বীরভূম ৩৭, পুরুলিয়া ১৭, বাঁকুড়া ৬, ঝাড়গ্রাম ০, পশ্চিম মেদিনীপুর ৯, পূর্ব মেদিনীপুর ৯, পূর্ব বর্ধমান ৯, পশ্চিম বর্ধমান ৩৭, হাওড়া ৬৮, হুগলি ২৭, দক্ষিণ ২৪ পরগনা ৩৮।
[aaroporuntag]
পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন এখনি যদি সাধারণ মানুষ সতর্ক না হন তাহলে মহারাষ্ট্র এবং অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গের পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। যেজন্য বারংবার স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে বিশেষজ্ঞদের তরফ থেকে।