১৮ উর্ধ্বদের আজ থেকে টিকার রেজিস্ট্রেশন, নথিভুক্তকরণের সময় জানালো কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা মোকাবেলায় আগামী ১লা মে থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টিকাকরণের তৃতীয় পর্যায়। এই পর্যায়ে দেশের ১৮ বছরের বেশি যেকোনো ইচ্ছুক নাগরিক টিকা নিতে পারবেন। টিকা নেওয়ার জন্য নাগরিকদের আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর যথোপযুক্ত সময়ে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

Advertisements

Advertisements

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে এই সকল ১৮ উর্ধ্বরা আজ অর্থাৎ ২৮ এপ্রিল থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করা যাবে CoWin অ্যাপ, আরোগ্য সেতু অ্যাপ অথবা cowin.gov.in ওয়েবসাইটে। টিকা নেওয়া যাবে সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল থেকেও।

Advertisements

টিকাকরণের এই তৃতীয় পর্যায়ে যেহেতু ১৮ বছরের বেশি নাগরিকদের থেকেই টিকাকরণ শুরু করা হচ্ছে সেইজন্য বিপুল সংখ্যক মানুষ টিকার জন্য ঝাঁপিয়ে পড়বেন বলে আশা রাখছে কেন্দ্র। আর এর পরিপ্রেক্ষিতেই আগাম রেজিষ্ট্রেশনের বন্দোবস্ত করা হয়েছে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ২৮ এপ্রিল অর্থাৎ বুধবার বিকেল চারটের পর থেকে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবেন অনলাইনে।

রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই নিজের মোবাইল নম্বর দিতে হবে এবং সেখানে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে লগ-ইন করতে হবে তারপর প্রয়োজনীয় নথি হিসাবে যেকোনো একটি পরিচয়পত্র যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড ইত্যাদির যেকোনো একটি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

[aaroporuntag]
দেশে ইতিমধ্যেই টিকাকরণের প্রথম এবং দ্বিতীয় পর্যায় হয়ে গেছে। তবে তার পরেও করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা। আর এই পরিস্থিতির দিকে নজর দেখেই কেন্দ্র তড়িঘড়ি টিকাকরণের তৃতীয় পর্যায় শুরু করার সিদ্ধান্ত নেয়।

Advertisements