‘করোনার জেরে ১ মাস বন্ধ তারাপীঠ মন্দির’, গুজব রুখতে তৎপর মন্দির কমিটি

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের জেরে ইতিমধ্যেই দেশের বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল ইত্যাদি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরোয়া লিগ। বন্ধ হয়েছে বিশ্বভারতীর পঠন পাঠন, হোস্টেল। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে রটছে বেশকিছু গুজবও। সম্প্রতি তেমনই একটি গুজব খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপে। আর সেই গুজব খবর রটেছে ‘খাঁসির মাংস ও তারাপীঠ মন্দির সংক্রান্ত’।

গুজব খবরে দাবি করা হয়েছে, “ছাগলের মাংস থেকে তারাপীঠে এল করোনা ভাইরাস। অনেক মানুষ ভর্তি রয়েছে রামপুরহাট হাসপাতালে। এর জন্য এক মাস তারাপীঠ মন্দির বন্ধ থাকবে।” এমনকি সেই গুজব মেসেজে দুজন ডাক্তারের নামও উল্লেখ করা হয়েছে। যে কারণে মেসেজটি গুজব হলেও সাধারণ মানুষের কাছে বেশ বিশ্বাসযোগ্য হয়ে পড়েছে। তবে সেই মেসেজ সম্পূর্ণ গুজব বলে দাবি করেছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। পাশাপাশি এই অপপ্রচারের বিরুদ্ধে বীরভূম পুলিশের দ্বারস্থও হয়েছেন তারা। আর পাল্টা প্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

গুজব মেসেজ, যেটি রটানো হচ্ছে।

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, “দিন কয়েক ধরে হোয়াটসঅ্যাপে করোনা ভাইরাস নিয়ে যে খবরটি বহুল প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ গুজব। আমরা এ বিষয়ে বীরভূম পুলিশের দ্বারস্ত হয়েছি।” পাশাপাশি তিনি এও স্বীকার করেছেন, “এই গুজবের ফলে তারাপীঠ মন্দির ও সংলগ্ন এলাকায় বেশকিছু প্রভাব পড়েছে। যে কারণে আমরা সোশ্যাল মিডিয়ায় পাল্টা প্রচার করতে শুরু করেছি। আর সেই প্রচারে গুজব কিছুটা হলেও আটকানো সম্ভব হয়েছে।”