খুব সহজে বাড়িতে বসেই সংশোধন করুন Pan কার্ডের ভুল তথ্য

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা সপ্তমবারের জন্য বাড়িয়ে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত করেছে সরকার। কিন্তু এই লিঙ্ক করতে গিয়ে দেখা গেছে অনেকের প্যান কার্ডেই কিছু না কিছু ভুল আছে। হতে পারে সেটা জন্ম তারিখ, কিংবা নিজের বা নিজের বাবার নাম অথবা ঠিকানা। তবে এটি কোনো দুশ্চিন্তার বিষয় না, বাড়িতে বসেই আপনি ঠিক করে নিতে পারবেন প্যান কার্ডের ভুল তথ্য।মাত্র ১২০ টাকা চার্জেই আপনি বাড়ি বসে ঠিক করে নিতে পারবেন ভুল তথ্য।

Advertisements

এক্ষেত্রে সবার প্রথম করণীয় হলো, আপনি যে তথ্য পরিবর্তন করতে চান তার প্রমাণপত্র নিজের কাছে রাখা, কারণ সেই ডকুমেন্টটি আপনাকে আপলোড করতে হবে। নথিভুক্ত ভুল তথ্য ঠিক করার জন্য সবার প্রথমে আপনাকে প্যান কার্ডের ওয়েবসাইট – https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html  এ যেতে হবে। সেখানে গিয়ে ‘Application Type’ -এ ‘Changes or Correction in existing pan data’ বেছে নিন। তারপর ‘Category’ তে ‘INDIVIDUAL’ অপশনটি বেছে নিতে হবে। পরে ‘Applicant information’ তালিকায় থাকা সমস্ত বিবরণ সঠিকভাবে দিয়ে ক্যাপচা দেওয়ার পর সাবমিট করুন। তারপর যে পেজ খুলবে সেখানে প্রথমে যে প্যান কার্ডের তথ্য বদলাতে চান সেই প্যানের নম্বর দিতে হবে এবং তারপর যে তথ্য বদলাতে চান তার পাশের বক্সটিতে টিক চিহ্ন দিয়ে তারপর সংশোধিত তথ্যটি লিখতে হবে। শেষে ক্যাপচা কোড দিয়ে SUBMIT করতে হবে।

Advertisements

এরপরে একটা নতুন উইন্ডো তে আপনাকে চারটি অপসন দেখানো হবে। এই উইন্ডো তে আপনাকে আধার নম্বর ও প্যান নম্বর সহ আর যে যে তথ্য দিতে বলা হবে সেগুলি ঠিক ভাবে দিতে হবে। তারপর পরিবর্তনযোগ্য তথ্যের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনি যে তথ্য পরিবর্তন করতে চান তার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর আপনার মোবাইলে আসা ওটিপি সাবমিট করলে একটি ফর্ম ডাউনলোড করার অপশন আসবে। এই প্রক্রিয়ার জন্য আপনার খরচ হবে ১২০ টাকা।

Advertisements

এই কাজটি হওয়ার ১৫-২০ দিনের মাথায় আপনি পাবেন আপনার সংশোধিত নতুন প্যান কার্ড।

Advertisements