টাকার বিনিময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম বিলি, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ থাকা সত্ত্বেও বেশ কিছু জায়গায় টাকার বিনিময় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের ফর্ম বিলি করার অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগণার কুলতুলি ব্লকের কৈখালী-গোপালগঞ্জে। আর সেই একি ঘটনা ঘটতে দেখা গেল বীরভূমেও।

Advertisements

বৃহস্পতিবার বীরভূমের লাভপুরে দুয়ারে সরকার সরকারি ক্যাম্পে চলাকালীন এমন ঘটনা ঘটেছে বলে একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে দাবি করা হয়, এলাকার তৃণমূল উপপ্রধান তপন চক্রবর্তী এবং অন্যান্য সরকারি আধিকারিকদের সামনেই জেরক্স মেশিন বসিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জেরক্স করে ১০ টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে।

Advertisements

যদিও ওই ভিডিওতে লক্ষ্য করা যায়, যারা এই জেরক্সের কাজ করছিলেন তাদের দাবি তারা কেবলমাত্র আধার কার্ড সহ অন্যান্য ডকুমেন্ট জেরক্স করার কাজ করছিলেন। উপপ্রধান তপন চক্রবর্তীও ভিডিওতে দাবি করেছেন, টাকার বিনিময় ফর্ম বিলি করার মত কোন কাজ করা হয়নি। তবে এই ভিডিও করার সময় আশেপাশের বেশ কয়েকজনকে টাকা ফেরত দেওয়ার জন্য লক্ষ্য করতে দেখা যাচ্ছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছু সময়ের জন্য উত্তেজনা শুরু হয়।

Advertisements

তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম বিলি করা নিয়ে কেন বারবার এমন ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি শুরু হয়েছে বিতর্ক। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দিয়েছিলেন, টাকার বিনিময়ে কোথাও কোনো রকম ফর্ম বিলি করা যাবে না। এই ফর্ম কোন জেরক্স দোকানে মিলবে না অথবা জেরক্সে কাজ চলবে না।

দুয়ারে সরকার ক্যাম্পের নির্দিষ্ট লক্ষ্মীর ভান্ডার কাউন্টার থেকেই এই ফর্ম নিতে হবে এবং তা ফিলাপ করে জমা দিতে হবে। ফর্মের সঙ্গে থাকবে একটি ইউনিক নম্বর। কিন্তু এই সকল ঘোষণার পরেও কেন বারবার এমন অবাঞ্ছিত ঘটনা ঘটছে তা নিয়েই প্রশ্ন উঠছে।

Advertisements