Electric Scooter: কমছে খরচ বাড়ছে জনপ্রিয়তা, বাজার কাঁপাচ্ছে ইলেকট্রিক স্কুটার।

Prosun Kanti Das

Published on:

Advertisements

Electric Scooter: কমছে খরচ বাড়ছে জনপ্রিয়তা, বাজার কাঁপাচ্ছে ইলেকট্রিক স্কুটার। জীবাশ্ম জ্বালানির খরচ বাঁচাতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। একদিকে যেমন জ্বালানির খরচ কমছে, তেমনই দূষণের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে এই গাড়িগুলি। আর সেই কারণে সরকারও চাইছে ইলেকট্রিক যানবাহনের বিক্রি বৃদ্ধি করতে। ইলেকট্রিক স্কুটারগুলি (Electric Scooter) গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। আপনিও যদি এমন একটি গাড়ির খোঁজে থেকে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। আজকের প্রতিবেদনে রইল কয়েকটি সাশ্রয়ই অথচ ফিচারসে ভরপুর ইলেকট্রিক স্কুটারের খোঁজ।

Advertisements
সিম্পল ওয়ান

গাড়ি কেনার সময় সবার আগে তার রেঞ্জ যাচাই করা হয়। আর রেঞ্জের দিক থেকে সিম্পল ওয়ানের জুড়ি মেলা ভার। গাড়িটি যেমন স্টাইলিশ তেমনই ভালো রেঞ্জও পাওয়া যায় এই গাড়িতে। এই গাড়িটিতে রয়েছে ৪.৮ কেডব্লিউএইচ ব্যাটারি প্যাক। একবার ফুল চার্জে ২১২ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে গাড়িটি। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১০৫ কিলোমিটার। দামের দিক থেকেও গাড়িটি বেশ সস্তা। এই ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) দাম মাত্র ১.৫৮ লক্ষ টাকা।

Advertisements
পিওর ইভি

সংস্থার পক্ষ থেকে নতুন একটি ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) লঞ্চ করা হয়েছে। যার নাম ইপ্লুটো ৭জি প্রো। এই গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ১.৩ লক্ষ টাকা। এই গাড়িতে একটি ৩.০ কেডাবলুএইচ ব্যাটারি প্যাক বসানো হয়েছে। এছাড়াও একটি ১.৫ কেডাবলু মটরের সাথে ২.৪ কেডাবলু এমসিইউ যুক্ত করা হয়েছে। গাড়িটিতে তিনটি আলাদা মোড রয়েছে। ১০০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যায় এই গাড়িতে।

Advertisements

আরো পড়ুন: নতুন রূপে আসছে হন্ডা অ্যাক্টিভা, দিনক্ষণ প্রকাশ করল সংস্থা

বাজাজ চেতক

এই ইলেকট্রিক স্কুটারটি (Electric Scooter) স্টাইলের জন্য বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে। এই গাড়িতে ২.৯ কেডব্লিউএইচ ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যা আয়তনের দিক থেকে বেশ ছোট। সম্পূর্ণ চার্জ হতে সর্বাধিক সময় লাগে ৬ ঘন্টা। একবার ফুল চার্জ দিলে ১২৩ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে এই গাড়িটি। টাচ্ স্ক্রিন ডিসপ্লে সহ এই গাড়িটিতে রয়েছে লাগেজ রাখার জন্য ছোট্ট স্টোরেজ এরিয়া। দামের দিক থেকেও গাড়িটি খুব সস্তা। গাড়িটির দাম মাত্র ৯৫ হাজার ৯৯৮ টাকা।

টিভিএস আইকিউব

ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) বাজারে অত্যন্ত জনপ্রিয় নাম টিভিএস আইকিউব। গাড়িগুলির দামের দিক থেকেও যেমন আকর্ষণীয়, তেমন স্টাইলের দিক থেকেও জনপ্রিয়। এই গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র ৯৪ হাজার ৯৯৯ টাকা থেকে। ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে সর্বাধিক আড়াই থেকে তিন ঘন্টা। গাড়িটিতে একটি লম্বা আরামদায়ক সিটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সিটের ভিতরে রয়েছে ৩২ লিটারের স্টোরেজ এরিয়া।

Advertisements