Mobile Recharge Cost: মাথায় হাত পড়বে গ্রাহকদের! এত টাকা বাড়তে পারে মোবাইল খরচ, দেখে নিন হিসেব-নিকেশ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের কোটি কোটি মানুষের হাতে পৌঁছে গিয়েছে মোবাইল ফোন। সে স্মার্টফোন হোক অথবা কিপ্যাড ফোন, বর্তমানে হাতে ফোন নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। স্বাভাবিকভাবেই ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে টেলিকম সংস্থাগুলি রমরমে নিজেদের ব্যবসা চালাচ্ছে। তবে এসবের মধ্যেই এবার গ্রাহকদের জন্য একটি খারাপ খবর আসতে চলেছে বলে সূত্রের খবর। সেই সূত্রের খবর অনুযায়ী খুব তাড়াতাড়ি মোবাইল খরচ (Mobile Recharge Cost) বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Advertisements

লাভের অংক বেশি করার জন্য বারবার এয়ারটেলের তরফ থেকে রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার জন্য শাওয়াল তুলতে দেখা গিয়েছে। আর এবার সূত্র মারফত জানা যাচ্ছে, লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরই দেশের অধিকাংশ টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়ে দেবে। এমনকি কত টাকা বাড়ানো হতে পারে সমস্ত কিছু এক প্রকার ঠিক করা হয়ে গিয়েছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে।

Advertisements

দেশের শেষবার মোবাইল রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধি করা হয়েছিল ২০২১ সালের ডিসেম্বর মাসে। যেবার খরচ বৃদ্ধি করা হয়েছিল ২০% বা তার বেশি। তবে তারপর থেকে এখনো পর্যন্ত আর মোবাইল খরচ বৃদ্ধি করা না হলেও বারবার টেলিকম সংস্থাগুলি মনে করছে তাদের গ্রাহক প্রতি আয় আরও বেশি হওয়া উচিত। এরই পরিপ্রেক্ষিতে ভোট মিটলেই রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধি করা হতে পারে এবং সেই বৃদ্ধি এবারও ১৫ থেকে ২০% হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? USSD New Declaration: USSD পরিষেবায় আসছে বদল, Dot-এর নির্দেশে বেঁচে যাবেন বহু মোবাইল ব্যবহারকারীরা

রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার জন্য বারবার যে সংস্থা শাওয়াল করে আসছে অর্থাৎ এয়ারটেলের বর্তমানে গ্রাহক প্রতি আয় রয়েছে ২০৮ টাকা। তবে তারা ২০২৬-২৭ অর্থবর্ষে এই আয় ২৮৬ টাকায় নিয়ে যেতে চায়। স্বাভাবিকভাবেই এই লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করতে হবে। আর এই বৃদ্ধি ১৫ থেকে ২০ শতাংশ হতে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

যদি সর্বোচ্চ আশঙ্কা অনুযায়ী ২০ শতাংশ খরচ বৃদ্ধি করা হয় তাহলে যে সকল গ্রাহকরা বর্তমানে ৭১৯ টাকা রিচার্জ করে থাকেন তাদের রিচার্জ প্ল্যানের পিছনে ১৪৪ টাকা বেশি খরচ করতে হবে। অর্থাৎ তাদের ওই রিচার্জ প্ল্যানেরই দাম বেড়ে দাঁড়াবে ৮৬৩ টাকা। ঠিক যেমনটা দেখা গিয়েছিল ২০২১ সালের ডিসেম্বর মাসে। যেসময় ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানের দাম এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়ে ছিল ৭১৯ টাকা। অর্থাৎ দাম বেড়েছিল ১২০ টাকা।

Advertisements