Internet Speed: বিশ্বের এই ১০ দেশে আলোর থেকেও দ্রুত ছোটে ইন্টারনেট! কত নম্বরে ভারত?

Prosun Kanti Das

Published on:

Advertisements

The countries of the world where the speed of internet is equal to the speed of light: বর্তমান যুগ ইন্টারনেট ছাড়া একেবারেই অচল। সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমাতে যাবার আগে পর্যন্ত প্রত্যেকটা মানুষেরই আজকাল ইন্টারনেট এর ব্যবহারের প্রয়োজন হয়। পড়াশুনা সংক্রান্ত বিষয় হোক কিংবা বিনোদন, বাজারঘাট হোক কিংবা অন্যান্য কোন বিষয় সবকিছুতেই ইন্টারনেট যেন জড়িয়ে রয়েছে। তবে বিশ্বে নাকি এমন দশটি দেশ রয়েছে যেখানে ইন্টারনেটের গতিবেগ (Internet Speed) আলোর থেকেও দ্রুত ছুটে। তালিকায় কোন কোন দেশের নাম আছে জানেন কি? ভারতের নাম প্রথম দশের মধ্যে আদৌ কি আছে?

Advertisements

এই গোটা বিশ্বে অবাক হওয়ার মতো অনেক কিছুই রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ইন্টারনেট পরিষেবা। পৃথিবীর এমন দশটি দেশ রয়েছে যেখানকার ইন্টারনেট গতিবেগ সম্পর্কে জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। তালিকার প্রথমেই রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। এখানকার ইন্টারনেটের গতিবেগ (Internet Speed) হলো 238.06 Mbps। তালিকার দ্বিতীয় স্থানে যে দেশটি রয়েছে সেখানে গড়ে উঠেছে একাধিক প্রযুক্তি সংস্থা। ভাবছেন বিশ্বে এমন কোন দেশ রয়েছে? অনেকেই হয়তো সঠিক উত্তর জানেন না। দক্ষিণ কোরিয়া দ্বিতীয় স্থানটি অধিকার করে নিয়েছে তাদের দুর্দান্ত ইন্টারনেট গতিবেগের জন্য। মোবাইল ইন্টারনেট স্পীড হলো 202.61 Mbps।

Advertisements

নরওয়ের নাম আমরা সবাই জানি। এই দেশটি মোবাইল ইন্টারনেট স্পিডের (Internet Speed) জন্য বিশ্বের প্রথম তিনটি দেশের মধ্যে তৃতীয় স্থানটি দখল করেছে। এখানকার ইন্টারনেট স্পিড আপনাকে অবাক করবে, বেশিরভাগ সময় থাকে 177.72 Mbps। কখনো আবার এর থেকেও বেশি ছাপিয়ে যায়। আচ্ছা বলুন দেখি কত বছর কোন দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল? হ্যাঁ ঠিকই ধরেছেন কাতার। দেশটি তার ইন্টারনেট পরিষেবার জন্য পৌঁছে গেছে বিশ্বের তালিকার চতুর্থ নাম্বারে। এদেশের মোবাইল ইন্টারনেট স্পিড হল 172.18 Mbps।

Advertisements

সর্বাধিক মোবাইল ইন্টারনেট স্পিডের (Internet Speed) জন্য তালিকার পাঁচ নাম্বারে যে দেশটি জায়গা করে নিয়েছে তার নাম হলো চীন। শুধু এই বিষয়ে নয় অন্যান্য আরো অনেক বিষয়ে দেশটি অনেকটাই অগ্রগতি করেছে। এদেশের ইন্টারনেটের স্পিড হলো 165.38 Mbps। বিশ্বের এই প্রথম দশের তালিকায় আদৌ কি খুঁজে পাওয়া যাবে ভারতের নাম? তবে তালিকার ষষ্ঠ নাম্বারে চলে এসেছে আরেকটি জনপ্রিয় দেশের কথা যার নাম হলো কুয়েত। এখানকার ইন্টারনেট স্পিড হলো 157.18Mbps।

তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু মহানন্দে উপভোগ করেন ইন্টারনেট পরিষেবা। তালিকার সপ্তম স্থান অধিকার করেছে মধ্যপ্রাচ্যের একটি দেশ যার নাম হল সৌদি আরব। এখানে মোবাইল ইন্টারনেটের স্পিড হল 155.97 Mbps। সাইপ্রাস দেশটি তালিকার অষ্টম স্থান অধিকার করেছে। এই দেশের মানুষ জন যে স্পিডে ইন্টারনেট ব্যবহার করেন তা হল 144.64 Mbps। নবম স্থানে বুলগেরিয়া এবং দশম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। এই দুটি দেশেই ইন্টারনেট পরিষেবা যথেষ্ট ভালো। তবে ভারত এখনো আছে অনেকটাই পিছিয়ে। বর্তমানে ভারতের স্থান ৫৯ তম থেকে এগিয়ে হয়েছে ৫৬ তম।

Advertisements