ছাগলের জন্মদিনে বাজলো ডিজে, কাটা হলো কেক, এলাহী ব্যাপার

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ছেলে মেয়েদের জন্মদিনে বাবা মায়েদের বাড়িতে এলাহী আয়োজন করতে দেখা যায়। এই জন্মদিনের আয়োজনে কেক কাটা থেকে শুরু করে লোকজনদের খাওয়ানো দাঁড়ানো এমনকি গানবাজনার আয়োজনও দেখা যায়। তবে এসবের বাইরে এবার দুই ছাগলের জন্মদিনে এমন এলাহী আয়োজন দেখা গেল।

Advertisements

এমনিতে এলাহীভাবে পোষ্য কুকুর থেকে অন্যান্য প্রাণীদের জন্মদিন পালনের ঘটনা সামনে এলেও ছাগল ছানাদের এইভাবে জন্মদিন পালনের ঘটনা সচরাচর দেখা যায় না। সচরাচর তা দেখা না গেলেও এমনই ঘটনার দেখা গিয়েছে উত্তরপ্রদেশে। এমন ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা এলাকায়। সেখানকার কলোনির বাসিন্দা হলেন রাজা ও তার স্ত্রী কাশী রাম। তবে ওই দম্পতি নিঃসন্তান।

Advertisements

ওই দম্পতি নিঃসন্তান হওয়ার কারণে তারা দাবি করেছেন, ছাগল দুটিকে তারা সন্তানের মত লালন পালন করে মানুষ করেন। তাদের গত বছর জন্ম হয়েছিল এবং এই বছর তাদের প্রথম জন্মবার্ষিকী। ওই দম্পতির প্রিয় দুই ছাগলের মধ্যে একজনের নাম কুবের এবং অন্যজনের নাম লক্ষ্মী। এই দুই ছাগলের জন্মদিনে ওই দম্পতি আত্মীয় থেকে শুরু করে প্রতিবেশীদের নিমন্ত্রণ করেন এবং এই জন্মদিন অনুষ্ঠানে খাওয়া-দাওয়া থেকে শুরু করে ডিজে গানে নাচ সবকিছু হয়।

Advertisements

জন্মদিনে সকালবেলাতেই ওই দুই ছাগলছানাকে ওই দম্পতি মোটর বাইকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আনেন। তারপর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় জন্মদিন পালনের অনুষ্ঠান। একে একে অতিথিরা আসেন এবং এই জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শীতের মরশুম আসার আগে জন্মদিনে ওই দুই ছাগলছানা বেশ কিছু কম্বল উপহার হিসাবে পায়।

স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, ‘জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর’। এই দম্পতি নিঃসন্তান হওয়া সত্বেও যেভাবে তারা এই দুই ছাগল ছানাকে নিজেদের সন্তানতুল্য ভাবে মানুষ করছেন এবং জন্মদিন পালন করেছেন তা রীতিমত সমাজে নতুন বার্তা দেয়। এই দুই ছাগলছানার জন্মদিনের ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর মুহুর্তে ভাইরাল হয়।

Advertisements