নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বেলাগাম সংক্রমণ দেশজুড়ে সেই সময় করোনার টিকা সংক্রান্ত বিশেষ সুখবর শোনানো হল ICMR এর তরফ থেকে। তারা মূলত ভারতের নিজস্ব করোনার টিকা Covaxin নিয়ে স্বস্তির খবর দিলো। দেশজুড়ে যে হারে করোনার বিভিন্ন প্রজাতি সংক্রমণ বাড়িয়ে চলেছে সেই জায়গায় একাধিক তথ্য তুলে ধরে এই স্বস্তির খবর দেওয়া হয়েছে।
ICMR এর তরফ থেকে জানানো হয়েছে, ভারতের নিজস্ব করোনার টিকা Covaxin-এর করোনার একাধিক প্রজাতির বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে তোলার ক্ষমতা রয়েছে। অর্থাৎ এই সংস্থার ঘোষণা অনুযায়ী এই টিকার কার্যকরী ক্ষমতা বেশ তাৎপর্যপূর্ণ। জানানো হয়েছে, এই টিকা করোনার একাধিক প্রজাতিকে নষ্ট করতে সক্ষম।
ICMR study shows #COVAXIN neutralises against multiple variants of SARS-CoV-2 and effectively neutralises the double mutant strain as well. @MoHFW_INDIA @DeptHealthRes #IndiaFightsCOVID19 #LargestVaccineDrive pic.twitter.com/syv5T8eHuR
— ICMR (@ICMRDELHI) April 21, 2021
[aaroporuntag]
ভারতে গত জানুয়ারি মাস থেকে টিকাকরণ শুরু করা হয়েছে। টিকাকরণ শুরু করার সময় প্রথম ছাড়পত্র দেওয়া হয় অক্সফোর্ডের করোনা টিকা কোভিশিল্ড। কোভিশিল্ডকে ছাড়পত্র দেওয়ার পরেই ছাড়পত্র দেওয়া হয় ভারত বায়োটেক এবং আইসিএমআর-এর যৌথ উদ্যোগে তৈরি হওয়া করোনার টিকা কোভাক্সিন। তবে দেশের অধিকাংশ মানুষের কোভিশিল্ডের প্রতি বেশি ঝুঁকতে দেখা যায়। আর এমত অবস্থায় কোভাক্সিনের এমন সুদূর প্রসারী ফলাফল বেশ তাৎপর্যপূর্ণ।