সাফল্যের দোরগোড়ায় ভারতের ভ্যাকসিন, আশা জোগাচ্ছে Covaxin

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা ভ্যাকসিনের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এমন সময় সুখবর এলো। কয়েক মাসের মধ্যেই ভারতের করোনা ভ্যাকসিন বাজারে আসতে চলেছে। ইতিমধ্যেই ভারতের ভ্যাকসিন ভারত বায়োটেকের প্রস্তুত কোভ্যাক্সিনের প্রথম দুই দফার ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং সেই দুই ট্রায়াল সফলও হয়েছে।

Advertisements

Advertisements

ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিনের প্রথম দফার ট্রায়াল সফল হওয়ার পর দ্বিতীয় দফার ট্রায়াল শুরু হয়, দ্বিতীয় দফার সেই ট্রায়াল এখনও অবধি চলছে। জানা গেছে এই দুই ট্রায়াল চলাকালীন ভলেন্টিয়ারদের কোনরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

Advertisements

এরপর ভারত বায়োটেক কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালের তোড়জোড় শুরু করেছে। তৃতীয় দফার ট্রায়ালের অনুমতি চেয়ে ভারত বায়োটেক ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে আবেদনও করেছে। এই অনুমতি দেওয়ার আগে ড্রাগ কন্ট্রোলার জেনারেল কোভ্যাক্সিনের দ্বিতীয় দফার ট্রায়ালের ডেটা চেয়েছেন।

ভ্যাকসিনের এই তৃতীয় তথা শেষ পর্যায়ে কতজন ভলেন্টিয়ার নিয়োগ করা হবে?

জানা গেছে যে এই দফায় ২৮,৫০০ জন ভলেন্টিয়ার নেওয়া হবে।

ভলেন্টিয়ারদের বয়স কত থেকে কত হবে?

ভলেন্টিয়ারদের বয়সের কোনো উর্ধ্বসীমা নেই তবে তাদেরকে ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।

কোন কোন জায়গা থেকে ভলেন্টিয়ার নেওয়া হবে?

ভলেন্টিয়ার নেওয়া হবে ১০ টি রাজ্যের থেকে। দিল্লী, লখনৌ, পাটনা, মুম্বই ইত্যাদি জায়গা থেকে ভলেন্টিয়ার নেওয়া হবে।

করোনা ভ্যাকসিনের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের জীবনের যোগ রয়েছে, তাই এই বিষয়ে কোন রকম ঝুঁকি নিতে রাজি নন DCGI অর্থাৎ ড্রাগ কন্ট্রোলার জেনারেল। সমস্ত রকম দিক বিবেচনা করেই তারা তৃতীয় দফার ট্রায়ালের অনুমতি দেবেন। তাই ডিসিজিআই জানিয়েছে, দ্বিতীয় দফার ট্রায়ালের সকল তথ্য যাচাই করে দেখার পর‌ই পরই তৃতীয় দফার‌ ট্রায়ালের অনুমতি দেওয়া হবে।

প্রসঙ্গত, এই মাসেই তৃতীয় দফার ট্রায়ালের অনুমতি চেয়েছে ভারত বায়োটেক। আর এই ট্রায়ালে সফল হলেই করোনা ভ্যাকসিন ভারতের বাজারে চলে আসবে। তাই বলা চলে অপেক্ষার আর বেশি দেরি নেই।

Advertisements