নিজস্ব প্রতিবেদন : দেশের করোনা পরিস্থিতি এমনিতেই ফের একবার চেহারা নিয়েছে আগের মতই। ফের একবার প্রায় ৯০ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন। দেশের এই পরিস্থিতির মধ্যে মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্যের অবস্থা সঙ্কটজনক হলেও কোন অংশে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। পশ্চিমবঙ্গের আক্রান্তের সংখ্যা কয়েক দিনে বেড়েছে কয়েকগুণ।
ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণ মানুষদের মধ্যে যেমন আতঙ্ক তৈরি হচ্ছে, ঠিক তেমনি ক্রমশ তা ভয়াল আকার নিচ্ছে। স্বাস্থ্য ভবনের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৬ জন। সুস্থ হয়েছেন ৫৭৯ জন। প্রাণ হারিয়েছেন ৫ জন।
আর এরপর রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা এবং সক্রিয় রোগীর সংখ্যা যথাক্রমে ৫,৯১,৬৫৮ এবং ৮,৮৪৪। রাজ্যে বর্তমানে মোট করোনা জয়ীর সংখ্যা দাঁড়ালো ৫,৭২,৪৭৪। অন্যদিকে মৃতের সংখ্যা ১০,৩৪০। তবে যে গতিতে রাজ্যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে ফের একবার আগের মতো পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করছেন আমজনতা থেকে বিশেষজ্ঞরা।
[aaroporuntag]
গত ২৪ ঘন্টায় রাজ্যে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কলকাতায়। সেখানে ৫২৮ জন আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩৯২ জন। এরপর হাওড়া, যেখানে আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। উল্লেখযোগ্যভাবে বীরভূম রয়েছে এইসকল জেলাগুলির পরেই। যেখানে আক্রান্ত ১৪৫ জন। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান থেকে যথাক্রমে ১১৫ এবং ১১২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। বাকি অন্যান্য জেলাগুলির আক্রান্তর গ্রাফ একশর নিচে।