নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে দোল উৎসবের পর থেকেই ফের একবার থাবা বসাতে শুরু করেছে করোনা সংক্রমণ। এমনিতেই আগামী দিন কয়েকের মধ্যেই রয়েছে বেশ কয়েকটি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। এমত অবস্থায় লাগামছাড়া ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া আতঙ্ক বাড়াচ্ছে আমজনতার। গত বছরের স্মৃতি উস্কে আবার চোখ রাঙাতে শুরু করেছে বাংলা জুড়ে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সোমবার রাতে করোনা সংক্রান্ত তথ্য পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৬১ জন। সংখ্যাটা প্রায় দুই হাজারের কাছাকাছি। রাজ্যে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,৯৫,৫৭৬।
আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও সুস্থ হয়ে ওঠার সংখ্যা একেবারেই নগণ্য। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৬৬৪ জন। এযাবত রাজ্যে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৫,৭৩,৭৮২। গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন চারজন। রাজ্যে মোট প্রাণহানির সংখ্যা ১০,৩৪৮। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১১,৪৪৬। সক্রিয় রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অথচ সুস্থ হয়ে ওঠার সংখ্যা কমে যাওয়ার কারণে।
গত ২৪ ঘন্টায় রাজ্যের যেসকল জেলাগুলিতে সবথেকে বেশি করোনা আক্রান্ত রোগী ধরা পড়েছেন তাদের মধ্যে অবশ্যই রয়েছে রাজধানী কলকাতা। যেখানেই ৬০৬ জন আক্রান্ত হয়েছেন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা যেখানে আক্রান্ত ৫০৩ জন। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১৮৪ জন, হুগলিতে আক্রান্ত ৮২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১২২ জন, বীরভূমে ৮০, পশ্চিম বর্ধমানে ৭৯, এছাড়াও মালদা এবং নদীয়াতে যথাক্রমে আক্রান্তের সংখ্যা ৫৪ এবং ৪১। বাকি জেলাগুলির অবস্থা তাও স্থিতিশীল।
[aaroporuntag]
একদিকে রাজ্যে চলছে ভোট। যেখানে মিটিং-মিছিল, সমাবেশ, সভা ইত্যাদি তো লেগেই আছে। আর এই সকল বেশিরভাগ রাজনৈতিক ক্ষেত্রেই করোনা নিয়ে কোনোরকম সর্তকতা লক্ষ্য করা যাচ্ছে না। একইভাবে এত সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরেও সাধারণ মানুষও অসচেতন। অধিকাংশ মানুষকে বাজার ঘাটে এবং কাজের জায়গায় করোনা সতর্কতা মানতে লক্ষ্য করা যাচ্ছে না। এমত অবস্থায় কিভাবে এই সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে সেটাই এখন দেখার।