নিজস্ব প্রতিবেদন : দিন দিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে কলকাতা এবং শহরতলী সর্বাধিক থাকলেও পিছিয়ে নেই বীরভূমের মত প্রত্যন্ত জেলা। যেখানে অন্যান্য জেলায় আক্রান্তের সংখ্যা অনেকটা কম, সেই জায়গায় বীরভূমে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া কপালে ভাঁজ ফেলছে আমজনতা থেকে প্রশাসনের।
আর এই পরিস্থিতিতে যখন জেলায় প্রতিদিন শয়ে শয়ে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, যখন প্রাণহানির সংখ্যা বাড়ছে সেই সময়ে করোনা আক্রান্তদের সাহায্যার্থে বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে করোনা সংক্রান্ত যে কোন সাহায্যের জন্য এলাকাভিত্তিক ৫০টি ফোন নম্বর চালু করা হলো। এইসকল ফোন নম্বরগুলিতে ফোন করে করোনা আক্রান্তরা নিজেদের সুবিধা এবং অসুবিধা কথা জানতে পারবেন। সাথে সাথে তাদের সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।
বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে কোভিড কো-অর্ডিনেশন সেন্টার তৈরি করা হয়েছে সেগুলিকে একেবারে ছোট ছোট অর্থাৎ ব্লক ভিত্তিক ভাগ করে তৈরি করা হয়েছে। যাতে করে সমস্ত রকম সহযোগিতা দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয় করোনা আক্রান্তদের কাছে। বীরভূম জেলা প্রশাসনের এবং স্বাস্থ্য দপ্তরের এমন উদ্যোগে হাজার-হাজার করোনা আক্রান্তরা উপকৃত হবেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
জেলা সহায়তা কেন্দ্রের নম্বর : 03462256222/7044042651
[aaroporuntag]
প্রসঙ্গত, বীরভূমে এযাবত দুটি কোভিড হাসপাতাল ছিল। একটি হলো বোলপুরের গ্লোকাল হাসপাতাল এবং অন্যটি হলো রামপুরহাটের রামপুরহাট মেডিকেল কলেজ। আর যখন জেলায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে সেই সময় সিউড়িতে সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন করে একটি কোভিড ওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। এখানে প্রথম ধাপে ২০০ বেড এবং পরে আরও ২০০ বেড চালু করা হবে। পরিষেবা শুরু হবে আগামী ১১ মে থেকে।