বীরভূমে ফের আক্রান্ত ৫৫৩, মৃত ২

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূমে অব্যাহত করোনা আক্রান্ত ও মৃত্যু মিছিল। যদিও গতদিনের তুলনায় কিছুটা হলেও কমেছে মৃতের সংখ্যা, কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েছে শতাধিক। আর এইভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য বিশেষজ্ঞরা মানুষের গা-ছাড়া মনোভাবের পাশাপাশি রাজনৈতিক মিটিং মিছিল সমাবেশকে দায়ী করছেন।

Advertisements

বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে রবিবার করোনা সংক্রান্ত যে তথ্য পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় বীরভূম স্বাস্থ্য জেলায় আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন এবং রামপুরহাট স্বাস্থ্য জেলায় আক্রান্ত হয়েছেন ১১৫ জন। এই দুই স্বাস্থ্য জেলা মিলে গত ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫৩। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছে দুজনের। এই দুজনই রামপুরহাট স্বাস্থ্য জেলা থেকে। বীরভূম স্বাস্থ্য জেলায় গত ২৪ ঘন্টায় কোন মৃত্যুর খবর নেই। জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১৮।

Advertisements

Advertisements

[aaroporuntag]
বীরভূম জেলা প্রশাসনের দেওয়া করোনা সংক্রান্ত তথ্য থেকে জানা যাচ্ছে এযাবৎ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩৫। এখনো পর্যন্ত জেলায় সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৬৮৬ জন। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা প্রশাসন এবং আমজনতার কপালে ভাঁজ ফেলার মত। সংখ্যাটা হল ৪৮৮৭।

Advertisements