নিজস্ব প্রতিবেদন : অনেকটাই বাড়লো বীরভূমে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যা। আর এই পরিস্থিতিতে জেলাজুড়ে ক্রমশ বাড়ছে আতঙ্ক। তবে আতঙ্ক বাড়লেও এখনো একাংশের মধ্যে হুঁশ ফিরতে দেখা যাচ্ছে না। কোনরকম স্বাস্থ্যবিধি না মেনেই বাজার ঘাট এবং অন্যান্য জায়গায় চলছে ঘোরাফেরা। এই ঘটনা আরও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বুধবার করোনা সংক্রান্ত যে তথ্য পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। এই বিপুলসংখ্যক আক্রান্তের মধ্যে বীরভূম স্বাস্থ্য জেলায় রয়েছেন ৫৪৪ জন এবং রামপুরহাট স্বাস্থ্য জেলায় রয়েছেন ২০০ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় প্রাণহানি হয়েছে একজনের যিনি, রামপুরহাট স্বাস্থ্য জেলার বাসিন্দা।
[aaroporuntag]
বীরভূমে এযাবত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৪৬২। অন্যদিকে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ১০৭৪৪। জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫৬৩৯।