নিজস্ব প্রতিবেদন : ভোটের মুখে বীরভূমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল জেলায় যত সংখ্যক করোনা আক্রান্ত ধরা পড়েছিলেন শুক্রবার সেই সংখ্যাটা বেড়েছে প্রায় দ্বিগুণ। পাশাপাশি বেড়েছে প্রাণহানির সংখ্যাও। আর এই পরিস্থিতিতে কপালে ভাঁজ করছে প্রশাসন থেকে আমজনতার।
শুক্রবার বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে বীরভূমের দুই স্বাস্থ্য জেলা রামপুরহাট এবং বীরভূম মিলে অর্থাৎ গোটা জেলায় শেষ ২৪ ঘন্টায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭০৪ জন। যাওয়ার পরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১,২৪০। এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৮৬৯০ জন। পাশাপাশি শেষ ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও একজন। বর্তমানে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা ২৪১১।
বীরভূমের যে সকল পরীক্ষা কেন্দ্র থেকে এই এত সংখ্যক মানুষ আক্রান্ত ধরা পড়েছেন তাদের পরিসংখ্যান হিসাবে জানা যাচ্ছে সিউড়ি ১ – ৩, সিউড়ি ২ – ১, খয়রাশোল – ১, দুবরাজপুর – ৩, রাজনগর – ১১, মহঃ বাজার – ৬, সাঁইথিয়া – ১৬, বোলপুর – ২৬, লাভপুর – ৭, নানুর – ৫, সিউড়ি হাসপাতাল – ১৩, বোলপুর হাসপাতাল – ৪, সিউড়ি মিউনিসিপ্যালিটি – ৬, স্বস্তিক ক্লিনিক সেবা সদন প্রাইভেট লিমিটেড – ২।
ময়ূরেশ্বর ১ – ১৯, ময়ূরেশ্বর ২ – ১৫৪, মুরারই ১ – ৮৩, মুরারই ২ – ৬৩, রামপুরহাট ১ – ৭৯, রামপুরহাট ২ – ৯১, নলহাটি ১ – ২১, নলহাটি ২ – ৩৬, রামপুরহাট মিউনিসিপালিটি – ৩৩, নলহাটি মিউনিসিপালিটি – ২১। (*রাজ্যের রিপোর্টে পরে আপডেট হবে)।
[aaroporuntag]
প্রসঙ্গত, গতকাল বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল তাতে দেখা গিয়েছে তার আগের ২৪ ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছিলেন ৪৬১ জন। পাশাপাশি প্রাণ হারিয়েছিলেন ৩ জন। দেখতে দেখতে দিন দিন এই আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হারে বাড়ছে।