নিজস্ব প্রতিবেদন : ভোটের মুহূর্তে রাজ্যে প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেখতে দেখতে আক্রান্তের সংখ্যা এখন তিন হাজারের কাছাকাছি। অথচ মাত্র কয়েকদিন আগেই রাজ্যের করোনা আক্রান্তের গ্রাফ ছিল নিম্নমুখী। করোনা আক্রান্তের গ্রাফ দৈনিক দু’শোর নিচে নামতে দেখা গিয়েছিল রাজ্যে। যার পরেই স্বস্তি দেখতে শুরু করেছিলেন রাজ্যের বাসিন্দারা। তবে সেই স্বস্তির মেয়াদ ক্ষণস্থায়ী তা আবারও প্রমাণিত হলো।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭৮৩ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ পার করে দাঁড়ালো ৬ লক্ষ ২ হাজার ৮০৭। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৫৭ জন। রাজ্যে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৫ লক্ষ ৭৬ হাজার ৩২৮।
গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে প্রাণ হারিয়েছেন ৭ জন। দেখতে দেখতে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১০,৩৭০। বর্তমানে রাজ্যের সক্রিয় করনা রোগীর সংখ্যা হল ১৬ হাজার ১০৯।
জেলা ভিত্তিক করোনা রিপোর্ট
রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭১৬ জন। দক্ষিণ ২৪ পরগনায় ১৬৭ জন। উত্তর ২৪ পরগনায় ৫৯৫ জন। হুগলিতে ১৫৭ জন। হাওড়ায় ২২১ জন। পশ্চিম বর্ধমানে ১৪৮ জন। পূর্ব বর্ধমানে ৫৯ জন। পূর্ব মেদিনীপুরে ৫৩ জন। পশ্চিম মেদিনীপুরে ৩০ জন। ঝাড়গ্রামে ২ জন। বাঁকুড়ায় ২০ জন। পুরুলিয়ায় ৫৪ জন।
[aaroporuntag]
বীরভূমে ১৫৩ জন (জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী ৪৬১, যা পরে আপডেট হবে)। নদিয়ায় ৮৯ জন। মুর্শিদাবাদে ১০৬ জন। মালদায় ১১৬ জন। দক্ষিণ দিনাজপুরে ৮ জন। উত্তর দিনাজপুরে ২৪ জন। জলপাইগুড়িতে ৩৬ জন। কালিম্পংয়ে ২ জন। দার্জিলিংয়ে ২২ জন। কোচবিহারে ৫ জন। আলিপুরদুয়ারে গত ২৪ ঘন্টায় কোন আক্রান্তের খবর নেই।