করোনা ঠেকাতে নজিরবিহীন সিদ্ধান্ত বামেদের, ভোট প্রচারে বড় জমায়েত বন্ধের ঘোষণা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে ভোট চলাকালীন যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা নজিরবিহীন সিদ্ধান্ত নিতে দেখা গেল বামেদের। তাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বড় সমাবেশ অথবা রোড শো আপাতত আর করা হবে না। এমনটাই জানিয়েছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহঃ সেলিম। পাশাপাশি তিনি এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন রাজ্য ও কেন্দ্র সরকারকে।

Advertisements

Advertisements

বাংলার বিধানসভা নির্বাচনের ৮ দফার ইতিমধ্যে চার দফা হয়েছে। তবে এই পরিস্থিতিতে যখন আরও চার দফা ভোট গ্রহণ বাকি রয়েছে ঠিক সেই সময় প্রায় প্রতিদিনই রাজ্যে সাড়ে চার হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এই বিপুলসংখ্যক মানুষ করোনা আক্রান্ত হওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা রাজনৈতিক মিটিং-মিছিলকে দায়ী করছেন। এই পরিস্থিতিতে বুধবার আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠক করে বামফ্রন্ট তাদের সিদ্ধান্তের কথা ঘোষণা করলো।

Advertisements

[aaroporuntag]
বামফ্রন্টের তরফ থেকে জানানো হয়েছে, নির্বাচন চলাকালীন এবার থেকে ছোট ছোট সভা করে বাম কর্মী সমর্থকরা তাদের ভোট প্রচার করবেন। পাশাপাশি ভোট প্রার্থনা করতে প্রার্থী সহ হাতেগোনা কয়েকজন কর্মী বাড়ি বাড়ি যাবেন। আর এই দুই সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি মহঃ সেলিম প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দু’জনকেই আক্রমণ করে বলেন, “প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দুজনেই মেরুকরণের রাজনীতিতে ব্যস্ত। এমন কি ভ্যাকসিন নিয়েও দুই উদাসীন। দু’জনকেই করোনা মোকাবেলায় জোর দেওয়া উচিত।”

Advertisements