নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলার কপালে জুটেছে একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। প্রতীক্ষিত এই ট্রেনের যাত্রা শুরু হওয়া নিয়ে মুখিয়ে রয়েছেন আপামর বাঙালি। কারণ এই ট্রেনটি হাওড়া থেকে ছুটবে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। পাহাড়ের টানে যখন সমতলের মানুষরা প্রায় সময় ছুটে যান, সেই সময় বন্দে ভারত এক্সপ্রেসের চাহিদা তুঙ্গে থাকবে তা নিয়েও কোন সন্দেহ নেই।
৩০ ডিসেম্বর বন্দে ভারত এক্সপ্রেসের শুভারম্ভ হওয়ার আগে সোমবার এই ট্রেনের ট্রায়াল হয়। হাওড়া থেকে ভোর ৫:৫৫ মিনিটে ট্রেনটির ট্রায়াল রান শুরু করার পর মালদহে সেই খবর পৌঁছায়। সেই খবর পৌঁছাতেই নতুন এই প্রতীক্ষিত ট্রেনের ছবি তুলতে সাধারণ যাত্রী থেকে প্রত্যেকের মধ্যে ছবি তোলার হিড়িক দেখা যায়। সোমবার ট্রায়াল রান চলাকালীন ট্রেনটি সকাল ১০:৩২ মিনিটে মালদা রেল স্টেশনে পৌঁছায়।
এদিন ট্রেনটি স্টেশনের চার নম্বর প্লাটফর্মে ধীরে ধীরে এসে দাঁড়ায় এবং তারপর প্রায় ৬ মিনিট সেখানে থাকার পর ১০:৩৮ মিনিটে নিউ জলপাইগুড়ির দিকে রওনা দেয়। সাধারণ যাত্রীরা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রেলের আধিকারিকরা। তারা ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা এবং গতি নিয়ে সন্তুষ্ট।
রেলের আধিকারিক সুজিত কুমার জানিয়েছেন, ট্রেনের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ নিয়ে কোন প্রশ্ন হবে না। এই ট্রেন নিয়ে প্রত্যেকের মধ্যে আশা রয়েছে। আগামী দিনে এই ট্রেনটি বহু যাত্রীর স্বপ্ন পূরণ করবে। এদিন ট্রায়াল রান হলো এবং ৩০ তারিখ উদ্বোধন হওয়ার পর সপ্তাহে ৬ দিন ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া যাতায়াত করবে।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন শতাব্দি এক্সপ্রেস ট্রেনের মতোই ঘন্টায় ১১০ কিলোমিটার গতিবেগে ছুটবে। পরবর্তীতে গতিবেগ বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে সুজিত কুমার জানিয়েছেন, ট্রেনের গতিবেগ নির্ভর করে যে লাইনে ট্রেনটি ছুটছে তার ব্যবস্থাপনার উপর। সেক্ষেত্রে এই রুটে শতাব্দী এক্সপ্রেস যে গতিতে যাতায়াত করে সেই গতিতেই যাতায়াত করবে।