Benifits of Credit Card: ক্রেডিট কার্ড শুধু ধারে জিনিস কিনতে দেয় না, সঙ্গে পাওয়া যায় আরও এই ৭ সুবিধা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Apart from being able to buy things on credit, Credit Card has all these benefits: যেসব ব্যক্তিরা নিয়মিত ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা অনেক সময় সমস্যায় পড়লে জড়িয়ে পড়েন ঋণের ফাঁদে। জানেন কি যদি কখনও ক্রেডিট কার্ড থেকে আপনি ঋণ নেন এর সুদ কিন্তু বাড়তে থাকে চড়চড়িয়ে। মাসের শেষে বিল দিতে গিয়ে মাথায় হাত পড়ে সাধারণ মানুষের। কারণ সুদ সমেত দিতে হয় মোটা অংকের টাকা। এই ঝামেলা এড়ানোর জন্যই সাধারণ মানুষ ব্যবহার করতে চান না ক্রেডিট কার্ড। কিন্তু এতে অনেক সুবিধা (Benifits of Credit Card) আছে যে সম্পর্কে জানেন না সাধারণ মানুষ।

Advertisements

যারা বিশেষজ্ঞ তারা অবশ্য বলেছেন যে ক্রেডিট কার্ড শুধুমাত্র ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এমনটা নয়। ক্রেডিট কার্ডের বহু সুযোগ সুবিধা রয়েছে। ক্রেডিট কার্ড ব্যবহারকারী যদি সঠিকভাবে এটি ব্যবহার করতে পারেন তাহলে এতে অনেক ধরনের সুবিধা লাভ করতে পারবে। এখানে একাধিক সুবিধার (Benifits of Credit Card) কথা আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

Advertisements

১. আপনি কেনাকাটার সময় ইএমআইয়ের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন ক্রেডিট কার্ড (Benifits of Credit Card)। পাশাপাশি আপনি পেতে যাবেন নো কস্ট ইএমআইয়ের সুবিধা। ফলে এর মাধ্যমে কিস্তিতে পেমেন্ট করলে দিতে হয় না কোনও সুদ।

Advertisements

২. ধরুন আপনার হঠাৎ করে কোনো কারণে টাকার প্রয়োজন হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে আপনার সবথেকে বেশি কাজে আসবে এই ক্রেডিট কার্ড। মেডিক্যাল এমার্জেন্সির মতো পরিস্থিতি তৈরি হলে এই কার্ডের মাধ্য়মে করা যায় পেমেন্ট (Benifits of Credit Card)। পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের বিল পেমেন্ট করতে পারবেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। এছাড়া নগদ টাকাও তুলতে পারবেন। সম্প্রতি কিন্তু জনপ্রিয় হয়েছে ইউপিআই ভিত্তিক ক্রেডিট কার্ড। এই সুবিধার মাধ্যমে আপনি খুব সহজেই কিউআর কোড স্ক্যান করে সরাসরি দেখতে পাবেন পেমেন্ট।

৩. আপনার যদি ক্রেডিট কার্ড (Benifits of Credit Card) থাকে তাহলে তার সাহায্য নিয়ে খুব সহজেই আপনি ই-কমার্স সংস্থাগুলি থেকে আপনার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারবেন এবং সাথে পেয়ে যাবেন লোভনীয় ছাড়। যার মধ্যে রয়েছে ডিসকাউন্ট বা দামে ছাড় ও ক্যাশব্যাক। আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে খুবই অল্প দামে জিনিসপত্র কিনতে পারবেন।

৪. যখন কোন ব্যক্তি তার প্রয়োজনের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া চেষ্টা করে সে ক্ষেত্রে তাকে দেখাতে হবে তার ক্রেডিট স্ট্যাটাস। এটাই আরবিআই এর নিয়ম। ব্যাংকের ভাষায় একে কিন্তু বলা হয়ে থাকে সিবিল স্কোর। ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি লোন নিতে পারবেন। আপনি যত ব্যবহার করবেন ততই বাড়তে থাকবে আপনার ক্রেডিট স্কোর। একজন ব্যক্তির একের বেশি ক্রেডিট কার্ড থাকতে পারে সে ক্ষেত্রেও পরিসংখ্যান এতটাই মজবুত হবে। যা মোট অংকের ঋণ নিতে সাহায্য করবে তাঁকে।

আরও পড়ুন ? ICICI Bank Credit Card: ICICI ব্যাঙ্কের গ্রাহকদের জন্য খারাপ খবর, আর ক্রেডিট কার্ডে মিলবে না এই সুবিধা, লস ব্যবহারকারীদের

৫. গ্রাহক যদি চায় তাহলে ক্রেডিট কার্ড ব্যবহার করে শর্ট টার্ম ফিক্সড ডিপোজিট (Benifits of Credit Card) করতে পারেন। আপনাকে আর্থিক দিক থেকে কখনোই কষ্ট পেতে হবে না, দূর হয়ে যাবে সমস্ত সমস্যা।

৬. পাশাপাশি আপনার যদি খুব তাড়াতাড়ি নগদ টাকার প্রয়োজন হয়ে থাকে ক্রেডিট কার্ডের মত সমস্যার সমাধান আর কোথাও পাওয়া যাবে না। আপনি ৩০ থেকে ৪৫ দিন সময় পাবেন আপনার ক্রেডিট কার্ডের বিল দেবার জন্য। ফলে এটি ব্য়বহার করলে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট থেকে তাঁকে রিওয়ার্ড দিতে হয় না টাকা।

৭. আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা যত বেশি ক্রেডিট কার্ড (Benifits of Credit Card) ব্যবহার করবেন ততই বেশি বাড়বে তার রিওয়ার্ড পয়েন্ট। সাধারণত প্রতি রিওয়ার্ড পয়েন্টে ২৫ পয়েন্ট করে দিয়ে থাকে ক্রেডিট কার্ড কোম্পানি। অবশ্য এক একটি ব্যাংক একেকরকম রিওয়ার্ড পয়েন্ট দিয়ে থাকে। এছাড়াও ক্রেডিট কার্ডে রয়েছে শপিং ভাউচার পাওয়ার সুবিধা।

Advertisements