নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে ভারতীয় নাগরিকরা ডিজিটাল লেনদেনের উপর বেশি নির্ভরশীল হয়ে উঠেছেন। ডিজিটাল লেনদেনের পাশাপাশি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের ব্যবহারও দীর্ঘদিন ধরে চলে আসছে। ডেবিট কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টে জমা থাকা টাকা তুলে বিভিন্ন কাজে লাগানো যায়, অন্যদিকে ক্রেডিট কার্ড (Credit Card) কাজ করে অনেকটা ঋণের মত। নির্দিষ্ট সময়ের জন্য গ্রাহকরা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা ধার পেয়ে থাকেন।
ক্রেডিট কার্ডের এই সকল নিয়ম সম্পর্কে অধিকাংশ ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা জানেন। তবে এবার দেশের জনপ্রিয় তিনটি ব্যাংক তাদের ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নিয়মে (Credit Card Rules Change) বদল আনল। ক্রেডিট কার্ডের নিয়মে বদল আনা হয়েছে মূলত HDFC, Axis, ICICI ব্যাংকের তরফ থেকে। এই পরিবর্তন সরাসরি গ্রাহকদের উপর পড়বে এবং পকেট থেকে বাড়তি টাকা খসবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড : যে সকল গ্রাহকদের অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে তারা এবার যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে ভাড়া দেন এবং বিদেশে তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করে ভারতীয় মুদ্রার ব্যবহার করেন তাহলে তাদের বাড়তি এক শতাংশ চার্জ দিতে হবে। ভাড়া মেটানোর ক্ষেত্রে সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত চার্জ ধার্য করা হতে পারে। নতুন এই নিয়ম চালু হয়েছে গত ৫ মার্চ থেকে।
আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড : আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড যে সকল গ্রাহকদের রয়েছে তাদের আগামী ১ এপ্রিল থেকে পরিবর্তন আসছে। পরিবর্তন আসছে বিনামূল্যে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের ক্ষেত্রে। নতুন নিয়ম অনুযায়ী এক ত্রৈমাসিকে কোন ব্যক্তি যদি ৩৫ হাজার টাকা খরচ করে থাকেন তাহলে তিনি পরের ত্রৈমাসিকে একবার বিনামূল্যে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার করার সুযোগ পাবেন।
এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড : গত ১ ডিসেম্বর ২০২৩ থেকে এইচডিএফসি ব্যাঙ্ক তাদের রেগালিয়া ক্রেডিট কার্ডের ক্ষেত্রে খরচের উপর ভিত্তি করে বিনামূল্যে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার করার অনুমতি দেবে। এক্ষেত্রে একটি কোয়ার্টারে এক লক্ষ টাকা খরচ করা হলে দুটি লাউঞ্জ ব্যবহার করার অ্যাক্সেস দেওয়া হবে। এইচডিএফসি ব্যাংকের মিলেনিয়া ক্রেডিট কার্ডের গ্রাহকরা একই ক্ষেত্রে একটি লাউঞ্জ ব্যবহারের অ্যাক্সেস পাবেন।