বন্ধ লেভেল ক্রসিংয়ের তলা দিয়ে পাড় হলে হতে পারে জেল

রেললাইনে লেভেল ক্রসিং অবজ্ঞা করে লাইন পর করেন? তাহলে এবার সাবধান হয়ে যান। নতুন আইন হতে পারে তিন বছর পর্যন্ত জেল।

নিজস্ব প্রতিবেদন : রেললাইনের লেভেল ক্রসিং পার করার সময় অনেকেই তাড়াহুড়ো দেখান। বিশেষত দুচাকার মোটরবাইক লেভেল ক্রসিংয়ের নীচ দিয়ে পার করিয়ে দেন অনেকেই। এরফলে নানান সময় দুর্ঘটনা ঘটে। এবার থেকে এরকম দুর্ঘটনা আটকানোর জন্য আরো শক্ত করা হলো আইন। এবার থেকে লেভেল ক্রসিংয়ে তাড়াহুড়ো করলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে। লেভেল ক্রসিংয়ে মানুষকে সতর্ক করার জন্য RPF মোতায়েন করার কথাও বলা হয়েছে।

পূর্বে এরকম অভিযোগে একদিনের চালান ও জরিমানা কাটা হতো কিন্তু নতুন আইন আরও শক্ত করে লাগু হলো। এবার RPF জোয়ানদের বারন অমান্য করে যদি কেউ আইন লঙ্ঘন করার চেষ্টা করেন সেই ক্ষেত্রে সরাসরি গ্রেপ্তার করা হবে।

অবশ্য দক্ষিণ পূর্ব রেলের আইজি এস.কে. পারি জানান যে, এরকম কোনো নির্দেশনা এখনও পর্যন্ত না এলেও ট্রেল চলাচলে বাধা সৃষ্টি করা রেল আইনের চোখে চরম অপরাধ এবং এক্ষেত্রে দোষীদের তিন মাস থেকে ছয় মাসের শাস্তি হতে পারে।

বিভিন্ন রাস্তায় জন চলাচল স্বাভাবিক রাখার জন্য রাজ্য সরকার রেলের কাছে লেভেল ক্রসিংয়ের আবেদন জানায় এবং রেল তা মঞ্জুর করে।ট্রেনের তরফ থেকে ট্রেন ভেহিকল ইউনিট দেখে গ্রেডেশন করে তারপর তার সিকিউরিটি সহ যাবতীয় ক্ষেত্র ঠিক করে। ট্রেন আসার সময় রাস্তার যাত্রীরা যাতে নিরাপদে থাকে এবং রাস্তাও যাতে সচল থাকে তার জন্য এই ব্যবস্থা করা, কিন্তু জোর করে এই নিয়ম ভঙ্গ করলে বড়ো বিপদের আশঙ্কা তৈরি হয় এবং এর আগেও এরকম বিপদ ঘটেছে।

তাই এবার থেকে এরকম বিপদ রুখতে কড়া পদক্ষেপ নিতে চাইছে রেল।