Cruise Service in Digha: অবশেষে দীঘায় চালু হচ্ছে ক্রুজ পরিষেবা, জমিয়ে খাওয়া-দাওয়া, ভ্রমণ, ডেট জানালো পর্ষদ

Prosun Kanti Das

Published on:

Advertisements

After a long wait, cruise services are finally starting in Digha: সাম্প্রতিক সময়ে বাঙ্গালীদের জনপ্রিয় ভ্রমণস্থান হয়ে উঠেছে দীপুদা অর্থাৎ দীঘা-পুরী-দার্জিলিং। তবে তার মধ্যে দু-একদিনের ছুটি পেলেই মানুষ ব্যাগ-পত্তর গুটিয়ে বেরিয়ে পড়ছে দীঘার উদ্দেশ্যে। দিন দিন দীঘার পর্যটক সংখ্যা যেমন বাড়ছে তেমনি উন্নয়নও হচ্ছে দীঘা পর্যটন কেন্দ্রে। তেমনি পর্যটকদের এই পর্যটন কেন্দ্র আকর্ষণ করতে এক বিশেষ পরিষেবা চালু করতে চলেছে দীঘা শংকরপুর উন্নয়ন কেন্দ্র। যার মাধ্যমে (Cruise Service in Digha) সমুদ্র ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। কি সেই পরিষেবা? কবে থেকেই বা সেই পরিষেবা চালু হবে? জানালেন পর্ষদ।

Advertisements

প্রসঙ্গত, ইয়াস পরবর্তী সময় থেকে দীঘার উন্নয়ন অনেক অংশে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক স্তরে পর্যটন কেন্দ্র হয়ে উঠছে দীঘা শংকরপুর। বিশেষ দিনের পাশাপাশি প্রতিদিনে ভিড় জমছে এই পর্যটন কেন্দ্রে। কলকাতা থেকে এই পর্যটন কেন্দ্রে আসার সুযোগ সুবিধা উন্নত হওয়ায় দিন দিন পর্যটক সংখ্যা বেড়েই চলেছে। তাই পর্যটকদের দীঘার প্রতি আকর্ষণ বাড়াতে তৈরি হয়েছে কফি হাউস, বিশ্ববাংলা উদ্যান, মেরিন ড্রাইভ সহ আরো অনেক কিছু। পাশাপাশি চলতি বছরে শুরু হতে চলেছে আরও এক বিশেষ পরিষেবা।

Advertisements

এতদিন দীঘার সমুদ্র সৈকতের উত্তাল ঢেউ উপভোগ করেছেন, উপভোগ করেছেন ঝাউবনের জঙ্গল থেকে দীঘার সমুদ্র সৈকতের দৃশ্য। তবে এবার চলতি বছর থেকে উপভোগ করবেন সমুদ্র ভ্রমণ (Cruise Service in Digha)। ইতিমধ্যেই শেষ হয়েছে ক্রুজ নির্মাণের কাজ। যার ফলে সমুদ্রবক্ষে ভ্রমণে উপভোগ করতে পারবেন সমুদ্রের নীল জলরাশি, খোলা আকাশ সাথে পাখিদের কলতান, রূপসী ম্যানগ্রোভ, সমুদ্রের ঢেউয়ের শব্দ সহ আরো অনেক কিছু।

Advertisements

আরও পড়ুন ? Digha-Mandarmani: ছন্দে ফিরছে দীঘা-মন্দারমনি! ব্যান পিরিয়ড উঠতেই লাভের মুখ দেখা শুরু

কবে থেকে চালু হবে এই ক্রুজ পরিষেবা? দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ থেকে জানা গিয়েছে, ক্রুজের সাজ-সজ্জার কাজ পুরোপুরি সম্পূর্ণ। শুধু অপেক্ষা সার্টিফিকেট পাওয়ার। হাতে এলেই চালু হয়ে যাবে দীঘার সমুদ্র বক্ষের ক্রুজ পরিষেবা। আশা করা হচ্ছে আগামী জুলাই মাস থেকেই এই সমুদ্রযাত্রা শুরু হয়ে যাবে।

প্রসঙ্গত, ২০২৩ সালে ক্রুজ সাজ-সজ্জার কাজ শুরু করে এম ভি নিবেদিতা। কিন্তু মাঝখানে পল্টুন জেটি ও গ্যাংওয়ে নড়বড়ে হয়ে যাওয়ায় স্থগিত রাখা হয় সেই কাজ। তবে বর্তমানে এম ভি নিবেদিতার দ্বারা ক্রুজের নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে। যে ক্রুজে রয়েছে দুটি ডেকের সেট, রয়েছে যাত্রীদের বসার ৮০টি আসন সাথে সূর্যাস্ত ও সূর্যোদয় অ্যাডভেঞ্চার উপভোগ করার সাথে বিনোদনের জন্য রয়েছে বাতানুকূল পরিবেশে গান বাজনার ব্যবস্থা। জেটি যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে কংক্রিটের রাস্তা। সাথে এই ক্রুজ নোঙর করার জায়গা করা হয়েছে চম্পা নদীর মোহনায়। তবে সমুদ্রবক্ষে যাত্রার (Cruise Service in Digha) জন্য কত টাকা ভাড়া ধার্য করা হয়েছে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে আগামী দিনে দীঘার এই সমুদ্র যাত্রা যে পর্যটকদের আকর্ষণ বিন্দু হয়ে উঠবে তা বলাই বাহুল্য। কম খরচে গোয়ার স্বাদ উপভোগ হবে দীঘাতেই।

Advertisements