নিজস্ব প্রতিবেদন : দেশে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা। আর এই সংক্রমণের সংখ্যা বৃদ্ধি সকলের মাথায় চিন্তার ভাঁজ ফেললেও বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট থেকে একটি স্বস্তির খবর মিলেছে। আর সেই স্বস্তির খবরটি হলো, এদিন দেশে প্রথমবার অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যাকে টপকে গেল সুস্থ হয়ে ওঠার সংখ্যা। যার পরেই আশার আলো দেখছেন দেশের কোটি কোটি মানুষ।
বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে পেশ করা রিপোর্ট অনুযায়ী জানা গেছে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৯৯৮৫ জনের শরীরে ধরা পড়েছে সংক্রমণ। আর এরপরে দেশের মোট সংক্রমনের সংখ্যা পৌঁছালো ২ লক্ষ ৭৬ হাজার ৫৮৩ তে। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৯৯১ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ১ লক্ষ ৩৫ হাজার ২০৬। তবে গত ২৪ ঘন্টায় মৃত ২৭৯ জন, মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ৭৭৪৫।
মোট সংক্রামিত, মৃত ও সুস্থ হয়ে ওঠার সংখ্যা বাদে বর্তমানে দেশে মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২। আর অন্যদিকে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ২০৬। সুতরাং অ্যাক্টিভ রোগীর সংখ্যার তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে দাঁড়াল। সংখ্যাটা বেড়েছে ১৫৭৪। আর এই সুস্থ হয়ে ওঠার সংখ্যা স্বস্তি দিচ্ছে দেশবাসীকে। আগামী দিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা আরও বাড়বে বলে আশা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে শুরু করে সকলের।
শুধু সংখ্যার বিচারে নয়, শতাংশের বিচারে ও সুস্থ হয়ে ওঠা সংখ্যা টপকেছে অ্যাক্টিভ রোগীর শতাংশের হিসাবকেও। শতাংশের হারে বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪৮.৩%। অন্যদিকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা শতাংশের বিচারে ৪৮.৯%। মৃতের হার এখনো শতাংশের বিচারে ২.৮।
এছাড়াও আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো গত কয়েকদিনে সংক্রমণ বৃদ্ধির সংখ্যা প্রায় একই রকম জায়গায় রয়েছে দেশে। যদিও এই সংখ্যাটা আগের তুলনায় অনেকটাই বেশি, তবে প্রতিদিনই লক্ষ্য করা গিয়েছে ১০ হাজারের কাছাকাছিতেই রয়েছে এই সংখ্যা। তবে অ্যাক্টিভ রোগীর সংখ্যাকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা টপকালেও এখনই সন্তোষজনক পরিস্থিতি আসেনি ভারতে। বরং লকডাউন খুলে যাওয়ার পর সংক্রমণের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।