সংকটের মাঝে স্বস্তি সুস্থতার হার, তালিকা অনুযায়ী আপনার জেলার ফলাফল

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশ, রাজ্য, জেলা, বাদ নেই কোনো কিছুই। প্রতিনিয়ত উত্তরোত্তর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সামান্য এক ভাইরাস প্রতিনিয়ত ভয়ে রেখেছে মানুষকে। রবিবার রাজ্য স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭৩৯ জন। এটিই ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যায় সর্বাধিক। কিন্তু এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে ক্রবর্ধমান সুস্থতার হার।

Advertisements

Advertisements

বর্তমানে রাজ্যে গড় সুস্থতার হার ৬৯.৮৩% এবং অন্যদিকে রাজ্য জুড়ে প্রাণহানির হারও কমেছে বেশ কিছুটা। জুন মাসে রাজ্যে প্রাণহানির হার ছিল ৪% এরও উপরে কিন্তু বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২.২২%।

Advertisements

সমগ্র রাজ্যের নিরিখে প্রাণহানির হারের দিক থেকে এগিয়ে রয়েছে কলকাতা। তবে সেক্ষেত্রেও আশার আলো দেখাচ্ছে পরিসংখ্যান। মাস খানেক আগে কলকাতায় মৃত্যুর হার ছিল ৬% এর উপরে কিন্তু বর্তমানে সেই হার হ্রাস পেয়ে হয়েছে সাড়ে ৩.৪৬ শতাংশ।

অন্যদিকে সুস্থতা ও প্রাণহানির হারের দিক থেকে সবথেকে ইতিবাচক স্থানে আছে মালদা। রবিবার (আগস্টের ২ তারিখ) পর্যন্ত প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে রাজ্যজুড়ে জেলাগুলিতে সুস্থতা ও প্রাণহানির হার ক্রমানুসারে দেখে নেওয়া যাক

কলকাতা : মোট রোগী – ২৩০৬২। সুস্থতার হার – ৬৭.৯৩ শতাংশ। মৃত্যুহার – ৩.৪৬ শতাংশ।

উত্তর ২৪ পরগণা : মোট রোগী – ১৬,৩২৫। সুস্থতার হার – ৬৬.৮২ শতাংশ। মৃত্যুহার – ২.২৫ শতাংশ।

হাওড়া : মোট রোগী – ৮২৫৭। সুস্থতার হার – ৭৩.৬৫ শতাংশ। মৃত্যুহার – ২.৫৭ শতাংশ।

 দক্ষিণ ২৪ পরগণা : মোট রোগী – ৫,৪৮৫। সুস্থতার হার – ৭৪.৩৫ শতাংশ। মৃত্যুহার – ১.৬৬ শতাংশ।

হুগলি : মোট রোগী – ৩৫৮৫। সুস্থতার হার – ৭০.৭০ শতাংশ। মৃত্যুহার – ১.৭৩ শতাংশ।

মালদা : মোট রোগী – ২৪৯৮। সুস্থতার হার – ৮০.১৪ শতাংশ। মৃত্যুহার – ০.৫৬ শতাংশ।

দার্জিলিং : মোট রোগী – ২৩৮৫। সুস্থতার হার – ৭০.১৪ শতাংশ। মৃত্যুহার – ০.৯৬ শতাংশ।

পূর্ব মেদিনীপুর : মোট রোগী – ১৬০৭। সুস্থতার হার – ৭৬.৪৮ শতাংশ। মৃত্যুহার – ০.৯৩ শতাংশ।

জলপাইগুড়ি : মোট রোগী – ১৪০৬। সুস্থতার হার – ৭৬.৮১ শতাংশ। মৃত্যুহার – ০.৮৫ শতাংশ।

পশ্চিম মেদিনীপুর : মোট রোগী – ১২৫০। সুস্থতার হার – ৭৫.২৮ শতাংশ। মৃত্যুহার – ১.২৮ শতাংশ।

উত্তর দিনাজপুর : মোট রোগী – ১১৭৮। সুস্থতার হার – ৬৯.৩০ শতাংশ। মৃত্যুহার – ০.৭৬ শতাংশ।

দক্ষিণ দিনাজপুর : মোট রোগী – ১৩০৩। সুস্থতার হার – ৭৪.১৪ শতাংশ। মৃত্যুহার – ০.৫৪ শতাংশ।

নদিয়া : মোট রোগী – ১০৯৬। সুস্থতার হার – ৭০.০৭ শতাংশ। মৃত্যুহার – ১.০০ শতাংশ।

পূর্ব বর্ধমান : মোট রোগী – ১০৪৫। সুস্থতার হার – ৫৭.৪২ শতাংশ। মৃত্যুহার – ০.৩৮ শতাংশ।

মুর্শিদাবাদ : মোট রোগী – ৮৬৮। সুস্থতার হার – ৭০.৩৯ শতাংশ। মৃত্যুহার – ১.৩৮ শতাংশ।

পশ্চিম বর্ধমান : মোট রোগী – ৯৮২। সুস্থতার হার – ৫৯.৫৭ শতাংশ। মৃত্যুহার – ১.১২ শতাংশ।

বাঁকুড়া : মোট রোগী – ৭৭৯। সুস্থতার হার – ৬৬.৩৭ শতাংশ। মৃত্যুহার – কারও মৃত্যু হয়নি।

কোচবিহার : মোট রোগী – ৯০৫। সুস্থতার হার – ৫৯ শতাংশ। মৃত্যুহার – কারও মৃত্যু হয়নি।

বীরভূম : মোট রোগী – ৬১৩। সুস্থতার হার – ৬৯.৬৬ শতাংশ। মৃত্যুহার – ০.৯৮ শতাংশ।

 আলিপুরদুয়ার : মোট রোগী – ৪২৫। সুস্থতার হার – ৬১.৮৮ শতাংশ। মৃত্যুহার – ০.৪৭ শতাংশ।

পুরুলিয়া : মোট রোগী – ২৬৮। সুস্থতার হার – ৬৪.৫৫ শতাংশ। মৃত্যুহার – কারও মৃত্যু হয়নি।

কালিম্পং : মোট রোগী – ৯৬। সুস্থতার হার – ৮১.২৫ শতাংশ। মৃত্যুহার – ১.০৪ শতাংশ।

ঝাড়গ্রাম : মোট রোগী – ৩২। সুস্থতার হার – ৮৭.৫ শতাংশ। মৃত্যুহার – কারও মৃত্যু হয়নি।

Advertisements