নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ করোনা যন্ত্রণার পর কয়েকদিন ধরেই দেশের করোনা পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল জায়গায় পৌঁছায়। কিন্তু স্থিতিশীল অবস্থা দীর্ঘস্থায়ী হয়নি। পুনরায় করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। দেশের বেশকিছু শহরের পরিস্থিতি সংকটজনক। আর এই সংকটজনক পরিস্থিতির থেকে বের হতে বেশকিছু শহরে জারি হচ্ছে কার্ফু। দেশের বিভিন্ন শহরে কার্ফু জারি হতেই ফের শুরু হয়েছে লকডাউনের জল্পনা।
করোনা সংক্রমণ ঠেকাতে দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় দেশ লকডাউনের মধ্য দিয়ে যায়। যার পরে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। আর এই লকডাউন চলাকালীন দেশের কোটি কোটি মানুষ অসহায় জীবনযাপন করেন, কাজ হারাতে হয় লক্ষ লক্ষ মানুষকে। আর এমত অবস্থায় পুনরায় এই লকডাউনের জল্পনা নিশ্চিতভাবেই দুশ্চিন্তায় ফেলছে নাগরিকদের। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটবে না সরকার।
তবে সম্পূর্ণ লকডাউন না হলেও ইতিমধ্যেই আংশিক লকডাউনের পথে দেশের একাধিক শহর। যার পরেই বিমান পরিষেবা এবং ট্রেন পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশের যে সকল শহর আংশিক লকডাউনের পথে সেই সকল জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী।
Met Hon’ble LG. Briefed him about the corona situation in Delhi. We agreed that to create effective deterrent so that people don’t omit wearing masks, we need to increase fine from the present Rs 500 to Rs 2000.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 19, 2020
বর্তমানে দেশের মধ্যে দিল্লির করোনা পরিস্থিতি সবথেকে খারাপ। যেখানে লকডাউনের পরামর্শ দেওয়া হলেও দিল্লি সরকার এখনই লকডাউন জারি করতে নারাজ। বরং তারা কঠোরভাবে স্বাস্থ্যবিধি কায়েম করেছে। দিল্লিতে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। আর এই মাস্ক না পরলে ২০০০ টাকা জরিমানা হবে বলেও জানিয়ে দিয়েছে সরকার।
#Gujarat Govt imposes a complete curfew during the weekend from 9 pm today in Ahmedabad city. The night curfew from 9 pm to 6 am will remain in force from Monday onwards until further orders. pic.twitter.com/r1Qa826lM8
— All India Radio News (@airnewsalerts) November 20, 2020
গুজরাতের আহমেদাবাদ এবং মধ্যপ্রদেশের ভোপালের পরিস্থিতিও সঙ্কটজনক। যে কারণে ইতিমধ্যেই আমেদাবাদ, ভাদোদরা, রাজকোটে অনির্দিষ্টকালের জন্য জারি হয়েছে নাইট কার্ফু (রাত ৯ টা থেকে সকাল ৬ টা)। পাশাপাশি গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয়ী রুপানি আমেদাবাদে শনি এবং রবিবার কার্ফু জারি করেছেন। অন্যদিকে রাজস্থানের সমস্ত জেলায় শনিবার থেকে শুরু হচ্ছে ১৪৪ ধারা। মধ্যপ্রদেশের ভোপালেও কার্ফু জারি করার বিষয়ে চিন্তা ভাবনা করছে প্রশাসন।
#Breaking | Mumbai schools not to reopen till December 31. Schools in rest of Maharashtra can resume from Nov 23. pic.twitter.com/DiE1WB1ubn
— TIMES NOW (@TimesNow) November 20, 2020
পাশাপাশি মহারাষ্ট্র সরকার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দিল্লির সাথে বিমান এবং রেল যোগাযোগ বন্ধ করার কথা ভাবছি। পাশাপাশি মহারাষ্ট্রের প্রশাসন পন্ধরপুরে কার্ফু জারি নিয়েও চিন্তা ভাবনা চালাচ্ছে। মুম্বইয়ে ইতিমধ্যেই ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।