Election Expenditure: ভারতের প্রথম লোকসভা নির্বাচনে কত খরচ হয়েছিল! আর এখন কত খরচ হচ্ছে!

The current Expenditure compared to the Expenditure of India’s first Lok Sabha election: গোটা দেশ এখন অপেক্ষা করে রয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য। পাঁচ বছর বাদে ক্ষমতায় কে আসতে চলেছে সেটাই এখন বড় প্রশ্ন। ভোটের কয়েক মাস আগে থেকেই খবরের শিরোনামে উঠে আসে বিভিন্ন পার্টির নেতা মন্ত্রীদের নির্বাচনী খরচ (Election Expenditure)। নির্বাচনী প্রচার থেকে শুরু করে বিরোধী নেতা-নেত্রীদের একে অপরকে নিশানা, মামলা-পাল্টা মামলা সবই এখন খবরের শিরোনামে। দেশে আয়োজিত হতে চলেছে ১৮ তম লোকসভা নির্বাচন। দেশের প্রথম লোকসভা নির্বাচন সম্পর্কে কি জানেন আপনারা? সবই এখন স্মৃতির পাতায় লেখা আছে।

এ দেশের নির্বাচন মানেই কোটি কোটি টাকার খরচা (Election Expenditure)। যেমন নির্বাচন কমিশন ব্যয় করেন তেমনি বিভিন্ন পার্টি তাদের প্রার্থীদের পেছনেও খরচ করে। চলতি বছরে ৮১ কোটি মানুষকে বিনামূল্যে পাঁচ কেজি রেশন দেওয়ার জন্য প্রায় ২ লাখ ৩৬ হাজার কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। নির্বাচনের জন্য প্রায় ৩ মাসের গড় খরচ হবে ৫৯ হাজার কোটি টাকা। সমপরিমান টাকা খরচ হয়েছিল ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও। পাঁচ বছর বাদে এ বছরের নির্বাচনে কি নতুন চমক আসতে চলেছে জেনে নিন আজকের প্রতিবেদনে।

নির্বাচন কমিশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী ১৯৫১ সালে প্রথম নির্বাচন সংঘটিত হয়েছিল ভারতে এবং এতে প্রায় খরচ হয়েছে ১০.৫ কোটি টাকা (Election Expenditure)। স্বাধীন ভারতের এটি প্রথম নির্বাচন ছিল। সেই কারণে আয়োজনে কোনরকম ত্রুটি রাখা হয়নি। দ্বিতীয় সাধারণ নির্বাচনে খরচ হয়েছিল ৫.৭ কোটি টাকা। তবে এর পরবর্তীকালে যতবার নির্বাচন হয়েছে ব্যয় কমার থেকে বেড়েছে বেশি। ১৯৬৭ সালে প্রায় ১১ কোটি টাকা খরচ হয় লোকসভা নির্বাচনে। বর্তমানে এই খরচের সংখ্যা কোটি ছাড়িয়েছে। ১৯৮৯ সালে ১৫৪ কোটি টাকারও বেশি খরচ হয় নির্বাচনে। ২০১৪ সালে খরচ করা পরিমাণ ২০০৯- এর চেয়ে তিনগুণ বেশি। ২০০৯ সালে প্রায় ১১১৪ কোটি টাকা খরচ হয়েছিল।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য থেকে জানা যায় যে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সরকারের ব্যয় হয়েছিল প্রায় ৩৮৭০ কোটি টাকা। তবে সেন্টার ফর মিডিয়া স্টাডিজের (সিএমএস) প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে দল ও প্রার্থীদের খরচ করা অর্থসহ মোট ব্যয় ছিল প্রায় ৩০ হাজার কোটি টাকা। সিএমএস-এর মতে, ২০১৯ সালের নির্বাচনে দ্বিগুণ খরচ হয়েছে। যার পরিমান ছিল প্রায় ৬০ হাজার কোটি টাকা। এতে নির্বাচন কমিশনের ব্যয় হয়েছিল মাত্র ১৫ শতাংশ।

আরও পড়ুন 👉Lok Sabha Opinion Poll WB: মহুয়া থেকে অধীর! বাংলা ৫ হেভিওয়েট নেতা-নেত্রী জিতবে না হারবে? কী বলছে সমীক্ষা

আপনারা হয়তো জানেন না যে লোকসভা নির্বাচনে একজন প্রার্থীর জন্য সব থেকে বেশি খরচ করা যায় ৯৫ লাখ টাকা (Election Expenditure)। তবে এই বাধ্যবাধকতা কোন দলের জন্য নয়। লোকচক্ষুর আড়ালে অনেক রকম ব্যয় হয় এই নির্বাচনের জন্য। একটি সমীক্ষার ভিত্তিতে জানা যাচ্ছে যে, ২০১৯ সালের নির্বাচনে, সাতটি জাতীয় এবং ২৫টি আঞ্চলিক দল নির্বাচন কমিশনকে বলেছিল যে তারা নির্বাচনের ঘোষণা এবং এর সমাপ্তির মধ্যে ৭৫ দিনে ৬৪০৫ কোটি টাকা সংগ্রহ করেছে এবং ২৫৯১ কোটি টাকা খরচ হয়েছিল সেই সময়কালে। আবার বিজেপি ২০১৯ সালে ঘোষণা করেছিল যে নগদ এবং চেকের মাধ্যমে ৪০৫৭ কোটি টাকা পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, কংগ্রেস সংগ্রহ করেছিল ১১৬৭ কোটি টাকা। বিজেপি নগদ এবং চেকের মাধ্যমে সর্বাধিক ১১৪১ কোটি টাকা খরচ করেছে। কংগ্রেস ৬২৬ কোটি টাকা খরচের তথ্য দিয়েছে।

সেন্টার ফর মিডিয়া স্টাডিজ এর রিপোর্ট অনুসারে, প্রায় একশ কোটি টাকা খরচ হয়েছিল ২০১৯ সালের নির্বাচনে প্রতিটি লোকসভা কেন্দ্রে। প্রত্যেক ভোটার প্রতি খরচ হয়েছিল ৭০০ টাকা করে। সিএমএস অনুসারে, ২০২৪ সালের নির্বাচনে ১ লাখ ২০ হাজার কোটি টাকারও বেশি টাকা খরচ হতে পারে। যদি আপনি ৯৬.৮ কোটি ভোটারের কথা বিবেচনা করেন, প্রতি ভোটারে প্রায় ১২৫০ টাকা খরচ হবে। তথ্য অনুযায়ী জানা যায় যে, দেশের দরিদ্র মানুষের মাসিক আয়ের সমান অর্থ প্রত্যেক ভোটারের পিছনে খরচ হবে।