কালীপুজোর আগে বিপুল পরিমাণে চিনা লাইট উদ্ধার পুলিশি তল্লাশিতে

হিমাদ্রি মন্ডল : আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন, তারপরেই কালীপুজো। চারিদিক মেতে উঠবে আলোর উৎসবে। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এই আলোর উৎসবকে দখল করেছে চিনা লাইট, যে লাইটের দাপটে একপ্রকার হারাতেই বসেছে দেশীয় প্রযুক্তি, মাটির প্রদীপ, মোমবাতি ইত্যাদি। প্রতিবছরের মতো এবছরও রমরমিয়ে এই সকল চিনা আলো ঢুকছে ভারতের বাজারে। আর দীপাবলির আগে এই সকল অবৈধভাবে আসা চীনা লাইটকে আটকাতে তৎপর থাকে প্রশাসন।

অবৈধ চিনা লাইট আটকাতে এবছর কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। জায়গায় জায়গায় করা চলছে চেকিং। গতকাল রাত দুটো নাগাদ বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্যারে জের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এরকমই তল্লাশি চালানোর সময় বিপুল পরিমাণে চীনা লাইট বাজেয়াপ্ত করে কাস্টম ডিপারমেন্ট।

সূত্রের মারফত জানা গিয়েছে, এই অবৈধ চিনা লাইট আসছিল কলকাতা থেকে। আর সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহারের উদ্দেশ্যে।