নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে কেন্দ্র সরকার গ্রাহকদের ভর্তুকি দিয়ে থাকে। বছরের ১২টি সিলিন্ডারে পাওয়া যায় এই ভর্তুকি। তবে এবার এই ভর্তুকি ছাড়াও ক্যাশব্যাক, কুপন অথবা ছাড় পাওয়ার মত সুযোগ এসে গেল গ্রাহকদের সামনে। আর এই সকল ছাড়, ক্যাশব্যাক অথবা কুপন পাওয়ার জন্য গ্রাহকদের নির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে হবে রান্নার গ্যাস বুকিং করার সময়।
রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে এই সকল ছাড় এবং কুপন দেওয়ার বিষয়ে গ্যাস সরবরাহকারী সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়ামের তরফ থেকে জানানো হয়েছে, অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে এই সকল সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। এই সুবিধা পাবেন ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন সব ধরনের গ্রাহকরাই। মূলত ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্মকে আরও সুদৃঢ় করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সুবিধা পাওয়ার ক্ষেত্রে বুকিং পদ্ধতি
মূলত বেশিরভাগ গ্রাহক রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার পর ডেলিভারি হওয়ার পরেই নগদে গ্যাসের দাম দিয়ে থাকেন। তবে এই সুযোগ পেতে হলে ওই সকল গ্রাহকদের গ্যাস সিলিন্ডার বুকিং করার সাথে সাথেই পেমেন্ট করে দিতে হবে। আর সেই পেমেন্ট হবে অনলাইনে। অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে বুকিং করার পরেই গ্রাহকদের মোবাইলে একটি পেমেন্ট করার লিঙ্ক আসে। সেই লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করা যেতে পারে অথবা বিভিন্ন ডিজিটাল লেনদেন অ্যাপ যেমন PhonePe, GooglePay, Paytm ইত্যাদির মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করে পেমেন্ট করা যেতে পারে। আর এই অনলাইন পেমেন্টের মাধ্যমে ডিসকাউন্ট বা ছাড় পাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন মাধ্যমে যে সকল শর্ত রয়েছে সেগুলিকে পূরণ করতে হবে।
প্রসঙ্গত, নভেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ইন্ডেন গ্রাহকদের রান্নার গ্যাস বুকিং করার ফোন নম্বর পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে এই সকল এলাকার গ্রাহকদের গ্যাস বুকিং করার জন্য ফোন করতে হবে ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে।