রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে সুখবর, বুকিং-এর নিয়ম পরিবর্তনের পথে কেন্দ্র

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যাতে গ্রাহকরা সঠিক সময়ে এবং সহজে রান্নার গ্যাস সিলিন্ডার বুক করে দুর্ভোগ থেকে বাঁচতে পারেন তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সহজ থেকে সহজতর করা হয়েছে গ্যাস সিলিন্ডার বুকিং পদ্ধতি, ভর্তুকির টাকা নিয়ে যাতে কোনরকম দুর্নীতি না হয় তার জন্য সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এসবের পাশাপাশি আরও একটি নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র।

Advertisements

Advertisements

অয়েল সেক্রেটারি তরুণ কাপুর জানিয়েছেন, কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং এবং অন্যান্য সংক্রান্ত নতুন নিয়ম তৈরি করা হচ্ছে। সামান্য কয়েকটি নথি দিলেই পাওয়া যাবে নতুন কানেকশন। পাশাপাশি নতুন নিয়মে ঠিকানার প্রমাণপত্র দেওয়া ছাড়াও নতুন কানেকশন দেওয়ার নিয়ম তৈরি করা হচ্ছে। বর্তমানে নতুন কানেকশন নেওয়ার জন্য ঠিকানার প্রমাণপত্র দেওয়াটা বাধ্যতামূলক। তবে এর পাশাপাশি রয়েছে আরও একটি চমক।

Advertisements

নতুন নিয়মে নতুন চমকটি হল রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার ক্ষেত্রে। কেন্দ্রের তরফ থেকে নতুন নিয়ম আনা হলে গ্রাহকরা একজন ডিলারের পরিবর্তে তিনজন ডিলারের থেকে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। কিন্তু এতে সুবিধাটা কোথায়?

বহু ক্ষেত্রে লক্ষ্য করা যায় গ্রাহকরা রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করা সত্বেও সঠিক সময়ে তার সরবরাহ পান না। যে কারণে সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। আর নতুন নিয়ম আনা হলে যেহেতু একজন গ্রাহক তিনজন ডিলারের মধ্যে থেকে যেকোনো একজনকে বেছে নিয়ে গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন সে ক্ষেত্রে সঠিক সময়ে সিলিন্ডার পাওয়ার নিশ্চয়তা তৈরি হবে। পাশাপাশি ডিলারদের মধ্যেও সঠিক সময়ে গ্যাস সিলিন্ডার সরবরাহ করার ক্ষেত্রে প্রতিযোগিতা শুরু হবে। তবে এই প্রক্রিয়ার সুবিধা পেতে হলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে তা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Advertisements